সিয়াম সাধান কর

সিয়াম সাধান ধর

মনের সংযম আকাশে রেখে
দেহের রোজা কেমনে করে?
ভোজন প্রয়াসী ভোজন মেলায়-
এমন রোজা সাধণ নাহি করো;
লাইল্লাহা মোহাম্মদুর রাসুলাল্লাহ বলো!
মন দেহ এক জাগায় করে
কি সিয়াম পালন করো-
ভাবচিন্তা কর- ভালমন্দ চিনো।

এগার মাসে যেমনটি ছিল
ঠিক তেমনটি রইল-ও দেহ মন-
ভাবচিন্তা রসে রাঙা গন্ধ নহে থাকল
লাইল্লাহা মোহাম্মদুর রাসুলাল্লাহ বলো!
কি সিয়াম পালন করছো-
যে শিক্ষা জ্বলবে আঁধার পথে আলো।
সময় থাকিতে- সময় বুঝিতে
এগার মাসে সেই সিয়াম সাধান করো।

২৬ বৈশাখ ১৪২৬, ০৯ মে ১৯
——————————–

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

12 thoughts on “সিয়াম সাধান কর

  1. সিয়াম সাধান ধর !! শিরোনামটাই বুঝিনি। কবিতার মাঝামাঝিতে যা বুঝেছি তাতে মনে হচ্ছে কিছুটা নয় ভালো ব্যস্ততা ছিলো আপনার হাতে। ধন্যবাদ মি. সরকার। 

    1. জ্বি কবি মুরুব্বী দা

      ধর না হয়ে করে শব্দ ভাল হতো না

      অশেষ ধন্যবাদ জানাই

      ভাল থাকুন——–

  2. অর্থ্যাৎ সময় থাকিতে এবং সময় বুঝিতে এগার মাস সেই সিয়াম সাধন করতে হবে। এই তো !! ঠিক আছে কবি। ধন্যবাদ। :)

    1. জ্বি কবি সুমন দা

      ঠিক ধরেছেন 

      ভাল থাকুন———-

  3. সময়োপযোগী কবিতা। খুবই ভালো লাগলো শ্রদ্ধেয় কবি দাদা। শুভেচ্ছা রইল দাদাা।

    1. জ্বি বাবু দা

      অশেষ ধন্যবাদ জানাই

      ভাল থাকুন———–

  4. শুভেচ্ছা কবি লিটন ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. জ্বি কবি সৌমিত্র দা

      অশেষ ধন্যবাদ জানাই

      ভাল থাকুন——–

    1. জ্বি কবি রিয়া দিদি

      অশেষ ধন্যবাদ জানাই

      ভাল থাকুন——–

  5. শুভেচ্ছা জানবেন কবি। 

    1. জ্বি কবি তুবা আপু

      আপনাকেউ অনেক শুভেচ্ছা জানাই

      ভাল থাকুন

মন্তব্য প্রধান বন্ধ আছে।