বিষণ্ন মনে তোমার একখানা ছবি আঁকতে চাই

আজ ঘর ছেড়ে বেড়িয়ে যাবার দিন
আজ আমার মৃত্যুর দিন
যেখানে কষ্ট নেই সুখের আলো নেই
যেখানে নিথর স্তব্ধ হৃদয়
আজ বিষণ্ন মনে তোমার একখানা ছবি আঁকতে চাই।

না না পেইন্ট ব্রাশ ক্যানভাসের ঝামেলা নেই
হৃদয়ের ক্যানভাসে মনের তুলিতে তোমাকে এঁকে নিতে চাই
ওয়াইল্ড তুমি’কে আঁকার সাধ্য আমার নেই
আমি হেঁয়ালি তোমাকে আমার রঙে সাজাবো।
বেশ হয়েছে – এই টাইপ কমপ্লিমেন্টর প্রয়োজন নেই
তোমার গোঁফটা আমি চার্লি চেপলিনের মতো করে দিলাম
অজান্তে তোমার চোখের কোণে দুটা ফোটা জল দিলাম
তুমি কি অসুখী ছিলে আমার সাথে !!

সত্যি বলতে কি
কিছুটা অসুখী আমিও ছিলাম তোমার সাথে
একটা প্রেম ভেঙ্গে গেলে কি এমন হয়
একটা প্রেমিক পালালে কি এমন হয়
একসাথে পথ চলা না হলে এমন কি ক্ষতি হয় !!

সুরকারের হৃদয় চিড়ে
খুব বেসামাল করুণ একটা সুর হয় হোক না
তাতে ক্ষতি তো কিছু নেই
আজ ঝুম বৃষ্টিতে নিভৃতে পাশে থাকার কাউকে চাই
আজ কবিতা ভালোবাসে এমন একটা প্রেমিক চাই
অস্থিরতা ছাড়া কি কবিতা হয়?
স্বপ্নহীন পাগলামি ছাড়া কি আর ভালোবাসা হয়?

মনের রঙে তোমাকে আমি সে জন্যই আঁকতে চাই
যম দূত চিঠি পাঠিয়েছে আগেই
আজ আমি সকল পাগলামীকে আপনাতে চাই
সংসারে থেকেও কেমন জানি ছিলাম আমি অন্য কোথাও।

আমি যে একজন কবি
আমার ভীষণ ভালো লাগে বিষণ্ন মোনালিসার ছবি
ঠোঁটে মুচকি হাসি, চোখে করুণ স্মৃতি, কনফিডেন্ট মোনালিসাকে
হৃদপিণ্ড ছুঁয়ে যায়
ভেতরে ভেতরে আমিও কি ঠিক তাই।
আমি এখন বসে আছি পথ চেয়ে মৃত্যুর অপেক্ষাতে
এই বুঝি এলো নতুন বন্ধু আমার
ভুলিয়ে ভালিয়ে সঙ্গে নিয়ে যাবে তার
শেষ ইচ্ছে কি হতে পারে ?

ধন আজ আর তেমন প্রয়োজন নেই
আমার আমিত্বকে ছুঁয়ে যাবে সে তোমাকে চাই
শেষবারের মতো অফুরন্ত ভালোবাসা চাই
জ্বালাময়ী একখানা কবিতা লিখতে চাই
কবির শেষ ইচ্ছে এই তো হবে, হওয়া উচিত তাই …

12 thoughts on “বিষণ্ন মনে তোমার একখানা ছবি আঁকতে চাই

  1. 'আমার ভীষণ ভালো লাগে বিষণ্ন মোনালিসার ছবি
    ঠোঁটে মুচকি হাসি, চোখে করুণ স্মৃতি, কনফিডেন্ট মোনালিসাকে
    হৃদপিণ্ড ছুঁয়ে যায়
    ভেতরে ভেতরে আমিও কি ঠিক তাই।'

    লিখাটি ধীরে ধীরে পূর্ণতা পেয়েছে। অভিনন্দন কবি সাজিয়া আফরিন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. শিরোনাম যেমনটাই হোক, বিষণ্নতায় নয় আনন্দ মনে কবিতা লিখে ফেলুন। এবং আপনি সেটাই সার্থক ভাবে গড়ে তুলতে পেরেছেন কবি সাজিয়া আফরিন। নিরন্তর শুভকামনা আপনার জন্য। ধন্যবাদ।

    1. ধন্যবাদ কবি সুমন আহমেদ ভাই। :)

  3. একজন কবি, একজন চিত্রকর, একজন প্রেমাপন্ন মানুষ; যার আছে হৃদয়ের সূক্ষ্ম অনুভূতি– প্রেমে পড়ে কখনো সে সুখী হয়? তার আকা ছবি কখনো সমাপ্ত হয়? 

     

    কবিতা ভালো লেগেছে। 

    1. ধন্যবাদ কবি জাহিদ অনিক ভাই। :)

  4. জীবনের গল্প প্রিয় কবিবোন সাজিয়া আফরিন। ভালোবাসা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. ধন্যবাদ কবি সৌমিত্র চক্রবর্তী। :)

  5. আপনার লিখা গুলোন খুব সহজ ঘরানার। পড়তে গেলে নিজেকে মিলিয়ে ফেলি। অভিনন্দন দিদি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. ধন্যবাদ কবি রিয়া রিয়া আপু। :)

  6. ভীষণ সুন্দর লিখেছেন কবি সাজিয়া। আরও নিয়মিত আপনার লিখা চাই। :)

    1. ব্যস্ততায় নিয়মিত হয়তো পারবো না কবি শাকিলা তুবা। চেষ্টা থাকবে। :)

মন্তব্য প্রধান বন্ধ আছে।