অভাগা সমাজ

সভ্যতার বাগানে ওরা অসভ্য কীট
অথচ ওরাই আজ এ সমাজে ফিট,
পরিবেশ বুঝেই তালে তাল মিলিয়ে
গিরগিটির মতোই রং পাল্টে ফেলে ৷

সভ্য এ শহরে অসভ্য নাগরিক ওরা
অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে যারা,
সভ্যতার মুখোশে ঢাঁকে মানুষগুলো
ওরাই দেখি আজ আছে বেশ ভালো ৷

মিথ্যারা দেখি আতশবাজি ফোটায়
আর সত্য আজ কপাটে মুখ লুকায়,
ওরা আজ মিথ্যা বলছে বুক ফুলিয়ে
অথচ সত্যবাদীরা থাকে মুখ লুকিয়ে ৷

এসমাজে হচ্ছে আজ অন্যায়ের চাষ
অথচ ন্যায়ের গলায় প্রতিনিয়ত ফাঁস,
মাদকে সমারহে ভরপুর আজ সমাজ
সাথে আছে আরো সন্ত্রাসীদের রাজ ৷

হায়রে অভাগা নগরী হায়রে সমাজ
কতোকাল আর হয়ে রবে ক্রীতদাস,
যতদিন রবে নীতিহীনদের রাজনীতি
ততদিন হবে অভাগা সমাজের ক্ষতি ৷

10 thoughts on “অভাগা সমাজ

  1. মিথ্যারা দেখি আতশবাজি ফোটায়
    আর সত্য আজ কপাটে মুখ লুকায়,
    ওরা আজ মিথ্যা বলছে বুক ফুলিয়ে
    অথচ সত্যবাদীরা থাকে মুখ লুকিয়ে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. আজকের সমাজ চিত্র 

  2. সভ্য এ শহরে অসভ্য নাগরিক আমরা কবি কাজী জুবেরি মোস্তাক ভাই। :(

    1. আমরা কি সত্যিই সভ্য? 

  3. ভাল লিখেছেন প্রিয় কবি দা। 

    1. অনুপ্রাণিত হলাম দিদিভাই 

  4. যতদিন রবে নীতিহীনদের রাজনীতি, ততদিন হবে অভাগা সমাজের ক্ষতি ৷ এটাই সত্য কথা কবি মোস্তাক ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. আসলেই তাই হচ্ছে দাদা

  5. নগর এবং নাগরিক জীবনের কাব্য।

মন্তব্য প্রধান বন্ধ আছে।