স্মরণে মরণ আমার

স্মরণে মরণ আমার

মরণ তোমায় করি স্মরণ
দিন রাত্রি দুপুরে,
তোমার সাথে হবে মিলন
আর কিছুদিন পরে!

মরণ তুমি দিও দেখা
তোমার সময় মতো,
তোমার ডাকে দিবো সারা
থাকুক না কাজ যতো!

হই-না যতো চালাক আমি
থাকুক যতো বুদ্ধি,
তোমার সাথে যেতেই হবে
সেটা করি উপলব্ধি!

যেদিন তুমি আসবে ঘরে
করবো তোমায় বরণ,
শুধু একটুখানি দিও সময়
প্রভুকে করতে স্মরণ!

নিতাই বাবু সম্পর্কে

নিতাই বাবু ২০১৫ সালে তিনি শখের বশে একটা ব্লগে রেজিষ্ট্রেশন করে লেখালেখি শুরু করেন।তিনি লিখতেন নারায়ণগঞ্জ শহরের কথা। লিখতেন নগরবাসীর কথা। একসময় ২০১৭ সালে সেই ব্লগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্লগ কর্তৃক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র জনাব সাঈদ খোকন সাহেবের হাত থেকে ২০১৬ সালের সেরা লেখক সম্মাননা গ্রহণ করেন। সাথে নগর কথক উপাধিও পেয়ে যান। এরপর সেই ব্লগে লেখালেখির পাশাপাশি ২০১৮ সালের জুলাই মাসে তিনি শব্দনীড় ব্লগে রেজিষ্ট্রেশন করেন। শব্দনীড় ব্লগে উনার প্রথম লেখা "আমি রাত জাগা পাখি" শিরোনামে একটা কবিতা। তিনি চাকরির পাশাপাশি অবসর সময়ে লেখালেখি পছন্দ করেন এবং নিয়মিত শব্দনীড় ব্লগে লিখে যাচ্ছেন।

13 thoughts on “স্মরণে মরণ আমার

  1. মরণ তুমি দিও দেখা
    তোমার সময় মতো,
    তোমার ডাকে দিবো সারা
    থাকুক না কাজ যতো!

    আত্মসমর্পন। সহজ পথ। জীবনে এর চেয়ে আর কিইবা সত্য থাকতে পারে।

    1. এটাই এখন আমার সবসময়ের চিন্তা। আপনার সর্বাঙ্গীণ মঙ্গল কামনায় আমি অধম। ভালো থাকবেন শ্রদ্ধেয় কবি দাদা।

  2. যেদিন তুমি আসবে ঘরে

    করবো তোমায় বরণ,

    শুধু একটুখানি দিও সময়

    প্রভুকে করতে স্মরণ!

    সুন্দর আর্তি। একদিন সবার জীবনে মৃত্যু আসবে এটাই চির সত্য। সুন্দর প্রকাশ। শুভেচ্ছা সতত।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

     

     

    1. আপনার সুন্দর মন্তব্যে আমার এই নগণ্য লেখা সূচিত হলো। আশা করি ভালো থাকবেন শ্রদ্ধেয় কবি দিদি।

    1. মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ শ্রদ্ধেয় কবি দাদা।

    1. আপনার মন্তব্য পেয়ে আমি খুবই খুশি হয়েছি, শ্রদ্ধেয় অনিক দাদা। আশা করি ভালো থাকবেন।

  3. মৃত্যুই আমাদের সবচেয়ে আপন জানি। 

    1. এই নশ্বর ভবসংসারে যা কিছু আছে সবই অনিশ্চিত! কেবল জীবের মৃত্যুই নিশ্চিত।

      ভালো থাকবেন শ্রদ্ধেয় সৌমিত্র দাদা।

  4. যেখানে যেভাবেই চলে যাই ঈশ্বর আমাদের সহায় হোন প্রিয় কবি দা।

    1. আমিও সবসময় মহান ঈশ্বরকে স্মরণে রেখেই চলছি, শ্রদ্ধেয় রিয়া দিদি। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।