সেই দুটি চোখ আজ কার জন্য কাঁদে

সেই দুটি চোখ আজ কার জন্য কাঁদে
ক্যাফেটেরিয়ার ম্রিয়মাণ আলো আঁধারিতে
কখনও আমার জন্য যা ভরে এসেছিল নীল অশ্রুজলে;
সহসা নিকষকালো মেঘে ঢেকে গিয়েছিল সারা আকাশ
অবিরাম ঝর বৃষ্টিতে প্লাবন এসেছিল শহরে
ভিজে চুপেচুপে কাকগুলো সেদিন বসেনি আর ইউক্যালিপটাসের ডালে

বলো, সেই দুটি চোখ আজ কার জন্য কাঁদে
আমি তো দাঁড়িয়ে নেই কোথাও সম্মুখে তোমার
তবু কেন আজও কালো মেঘে ঢেকে যায় আকাশ
বৃষ্টি নামে মুষলধারে- আসে ঝড়, ভয়াল প্লাবন
ভিজে চুপেচুপে কাকগুলো- আজও মাঝেমাঝে
এক মাথা বৃষ্টি নিয়ে এলোমেলো উড়ে চলে দিক্বিদিক
কিন্তু বসে না এসে ইউক্যালিপটাসের নিরাপদ আশ্রয়ে

12 thoughts on “সেই দুটি চোখ আজ কার জন্য কাঁদে

  1. চমৎকার লিখেছেন ।শুভেচ্ছা জানবেন।     

    1. অনেক ধন্যবাদ। শুভকামনা সবসময়।    

  2. আপনার কবিতা গুলোন কবিতা গুণে যথেষ্ঠ ম্যাচ্যূউরড। আমার কাছে ভালো লাগে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. প্রেরিত করলেন ভাই। শুভকামনা  নিরন্তর।  

  3. অদ্ভুত সুন্দর কবিতা কবি অর্ক ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. প্রেরিত হলাম ভাই। শুভকামনা রইলো।      

  4.  সেই দুটি চোখ আজ তার জন্যই কাঁদে মনে হলো কবি অর্ক রায়হান। সুন্দর প্রকাশ। 

    1. শুভকামনা আর শুভকামনা শুধু… তার জন্য আপনার জন্য, পৃথিবীর সমস্ত মানুষ ও প্রাণীকুলের জন্য। সবার কল্যাণ হোক। সবার জীবন আনন্দ খুশিতে ডগমগ থাক সবসময়।     

  5. বুঝেছি। সুখি হোন প্রিয় কবি অর্ক দা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. ধন্যবাদ ও শুভকামনা নিরন্তর।    

    1. শ্রদ্ধা ও শুভকামনা রইলো আপা।        

মন্তব্য প্রধান বন্ধ আছে।