আমার গাঁয়ে আমের বাগান
লক্ষ্মণ ভাণ্ডারী
আমার গাঁয়ে আমের বাগান
গাছে গাছে পাকে আম,
খেজুরের বন, কলার বাগান
জাম গাছে ধরে জাম।
আম কাঁঠালের ফলের বাগান
রাঙা পথ তার পাশে,
রাঙাপথ ধরে উড়িয়ে ধূলো
গরুগাড়ি রোজ আসে।
আমার গাঁয়ে আমের বাগান
কোকিলের কুহুতান,
আমার গাঁয়ে একতারা হতে
বাউলেরা গাহে গান।
পথের বাঁকে দাঁড়িয়ে থাকে
মাটির কলসী নিয়ে,
গাঁয়ের বধু জল নিয়ে যায়
সরু গলিপথ দিয়ে।
অজয়ের ঘাটে পড়ে আসে বেলা
সূর্য যায় অস্তাচলে,
সোনালী আলোয় সোনা রং ঝরে
অজয় নদীর জলে।
আমার গাঁয়ে সাঁঝের আঁধারে
মিটিমিটি তারা হাসে,
চাঁদের আলোয় জোছনা ধরে
রাত কাটে ভোর আসে।
অজয়ের ঘাটে পড়ে আসে বেলা
সূর্য যায় অস্তাচলে,
সোনালী আলোয় সোনা রং ঝরে
অজয় নদীর জলে।
অজয় নদী আমাদের হৃদয়ে স্থান করে নিয়েছে। শুভেচ্ছা জানবেন মি. ভাণ্ডারী।
অসাধারণ প্রকাশ কবি ভাণ্ডারী দা। ভলেোবাসা।
আপনার এমন সরল লিখা গুলোন দারুণ এবং সুখপাঠ।
খুউব সুন্দর প্রিয় কবি দা।
সুন্দর।