খয়রাতি ভাবনার কবিতা

খয়রাতি ভাবনার কবিতা

অনেকদিন পর কিছু খয়রাতি ভাবনা আজ
পোয়াতি হতে হতে পোয়াবারো হয়েছে;
আমিও নাদান, আকাশমুখ হতে মাথা নোয়াইনি!

যেখানে সত্যেরা একপায়ে দাঁড়িয়ে থাকে
সেখানে আমার আঁতুড় ঘরে জন্মানো ল্যাংড়া
কবিতার কথা কে শোনবে?
তেল দিতে দিতে আমাদের অভ্যাস ইদানিং
এমন বদভ্যাস হয়েছে, পাত্র-অপাত্র বুঝেনা;
হাঁড়িতে ঘি আছে নাকি গোবর আছে তাও
দেখে না!

না-পাকদণ্ডী যখন লেজেগোবরে হয়, তখনও
আমলার কামলা হওয়ার মনোবৃত্তির নিবৃত্তি হয়না;
তখনও বুঝতে চায় না….
কেবল চুলপোড়া ঢেঁকুর গভীর সমুদ্রের ক্লেদান্ত
ঢেউয়ের মতো তেড়ে তেড়ে ডাকছে কাছে;
আসন্ন ঢেউয়ের পাহাড় সমান উচ্চতা রোধ
করতে পারে, এমন খেমতা কি নাবালক তেলের আছে?

5 thoughts on “খয়রাতি ভাবনার কবিতা

  1. আপনার কবিতা বরাবরই অনন্য চেতনা ভাবনার। শুভেচ্ছা রইলো কবি। 

  2. পরিচ্ছন্ন এবং সমকালীন লিখা। শুভেচ্ছা প্রিয় কবি। শুভ সকাল।

  3. খয়রাতি ভাবনার কবিতায় ভালোবাসা কবি জসীম ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  4. কবিতাটি পড়লাম কবি দা। ভাল। 

  5. আমাদের ভাবনারাই আজকাল এলোমেলো।

মন্তব্য প্রধান বন্ধ আছে।