রহিত বিষয়ক

রহিত বিষয়ক

পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত স্থগিত থাকবে
কবিতার সংবিধান। পরবর্তী কুচকাওয়াজ শেষ
না হওয়া পর্যন্ত, সবগুলো ফুল, মাতৃখোঁজে-
প্রদক্ষিণ করবে জীবনের ব্যারাক। ঘাস ও মাটির
আড়ালে লুকিয়েছে যে শূন্যস্থান – তা পূরণে
আকাশের দিকে উড়ে যাবে একটি লালপাখি।

আমি ওই পাখিটিকে ছুঁবো বলে উড়বো,
যে কোনো মুহুর্তে –
চব্বিশ হাজার মাইল, রাত কিংবা দিন-
কিছুই অনুমান না করেই, রহিত রাখবো
শব্দের প্রক্ষেপণ, আপাতত আমি আবার
শিখতে চাইবো দাঁড়াবার কৌশল।

5 thoughts on “রহিত বিষয়ক

  1. শুভেচ্ছা কবি ফকির ইলিয়াস ভাই। 

  2. শুভেচ্ছা প্রিয় কবি প্রিয় ইলিয়াস ভাই।

  3. ভালোবাসা কবি ইলিয়াস ভাই। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।