জীবনের জন্য পঙ্ক্তিমালা – ষোল

|তবু কবিতা তোমাকেই ভালবাসি|

কবিতার চেয়ে প্রিয় আজ দুর্বৃত্ত,
আজ ‘হত্যা’ সর্বাধিক উচ্চারিত শব্দ;
তবু কবিতা তোমাকেই ভালবাসি
দুর্বৃত্ত কিম্বা হত্যাকারীকে নয়।

/ ড. মোঃ সফি উদ্দীন

6 thoughts on “জীবনের জন্য পঙ্ক্তিমালা – ষোল

  1. সেটাই ভালো ড. মোঃ সফি উদ্দীন। কবিতার সাথে ভালোবাসা করাই যেতে পারে। একরাশ শুভকামনা আপনার জন্য। :)

  2. কবিতার ভালোবাসায় শুভেচ্ছা জানালাম কবি। :)

  3. অভিনন্দন প্রিয় কবি সফি ভাই। ভালোবাসা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  4. আমিও কবিতা ভালোবাসি ভাই। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।