তোমার চুলের গন্ধ নেব এক দীর্ঘ বসন্ত জুড়ে..

তোমার চুলের গন্ধ নেব এক দীর্ঘ বসন্ত জুড়ে।
নাফ নদীর মাঝে কোন ভেলায় ভেসে,
কিংবা ভাওয়ালের শালবনে মাচা পেতে।
তুমি যদি বলো যাব আমাজনের তীরে;তবু
তোমার চুলের গন্ধ নেব এক দীর্ঘ বসন্ত জুড়ে।

সকাল যাবে, দুপুর হবে,মাঝে মাঝে সন্ধ্যা হবে
অপলক তাকিয়ে রবো তোমার সিঁথির দিকে
ক্লান্ত হয়ে জোনাকিরা ফিরে যাবে নীড়ে; তবু
তোমার চুলের গন্ধ নেব এক দীর্ঘ বসন্ত জুড়ে।

হোক ঝড়, হোক বৃষ্টি; ভিজে যাক তোমার চুল
রেগিস্তানের হাওয়া এনে শুকিয়ে নেব,
চীনা’দের ডেকে এনে গুছিয়ে নেব
জৈষ্ঠ্যের সুবাস এনে মাখিয়ে নেব
যদি বলো বাকী পাঁচটি ঋতু!
তোমা হতে রবো সহস্র ক্রোশ দূরে; তবু
তোমার চুলের গন্ধ নেব এক দীর্ঘ বসন্ত জুড়ে।

মোঃ বোরহান উল ইসলাম সম্পর্কে

আমার আঙ্গুলের ছাপের সাথে আর কারো আঙ্গুলের ছাপ মিলবে না। অতএব, সৃষ্টি থেকে ধ্বংস অবধি আমি একটাই। হও পরের লাগি পাহাড়সম হও আপনার লাগি সমতল, তবেই মিলিবে ত্যাগ-তৃপ্তি হবে সার্থক তোমার পদতল। ---- মোঃ বোরহান উল ইসলাম। ৫৭০০.

12 thoughts on “তোমার চুলের গন্ধ নেব এক দীর্ঘ বসন্ত জুড়ে..

  1. অসাধারণ শব্দ গাঁথা। আমাদের নিউরন কত শত শব্দের সমাহার। অভিনন্দন কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif.gif

    1. মাঝে মাঝে অনুভব হয়,,অনেক অনেক শব্দ।

      ধন্যবাদ মুরুব্বি ভাই।ভাল থাকবেন।

  2. কবিতাটি পড়লাম বোরহান উল ইসলাম ভাই। ভালো লিখেছেন। :)

    1. ধন্যবাদ সুমন ভাই।অনেক অনেক শুভকামনা রইল।

  3. সুন্দর লিখেছেন কবি দা। কবি সম্বোধনে বিব্রত হওয়ার কিছু নেই। চেষ্টা করুন। :)

    1. অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা রইল। ডাক টা শোনার অভ্যাস গড়ে তোলার চেষ্টা করছি।অনেক ভাল থাকবেন।

  4. শুধু শুধু বসন্তে শুধু নয়; সারা বছরই নিন ভালোবাসার সুবাস। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. সারাবছরই নিতে মন চায়। অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা রইল।

    1. অনেক অনেক ধন্যবাদ আপু।অনেক ভাল থাকবেন।

  5. খুব রোম্যান্টিক লিখা। মুগ্ধ। :)

    1. আপনার মুগ্ধতাই আমার কাম্য। আরও মুগ্ধতা দেয়ার চেষ্টা করব।অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

মন্তব্য প্রধান বন্ধ আছে।