পিছু_ফেরা_মামুনের_অণুগল্প

সেই ছেলেবেলায় আব্বা আমাকে আর আম্মাকে গ্রামে রেখে শহরের মেসে ফিরবার সময়, লঞ্চে উঠে একবারও পিছু ফিরে তাকাতেন না.. তখন বাবু মনের অভিমানে বড্ড ফুলে থাকতাম- আব্বা কেন ফিরে তাকালেন না? আরো অনেক পরে, আব্বা-আম্মাকে রেখে ভার্সিটিতে ফিরবার কালে, বাড়ির গ্রিল ধরে দাঁড়ানো আব্বা-আম্মা পেছনেই থাকতেন, না বুঝেই পিছু না ফিরে সামনে আগাতাম, ফিরে দেখবার ইচ্ছেটা কেন জানি মনে আসত না।

এরপর… চাকরি জীবনের কোনো একসময়ে সপ্তাহের প্রতি শনিবার, বেলা শুরুর ক্ষণে- গ্রিলের পেছনে আমার ফিরে তাকানোর অপেক্ষায় থাকা এক নারীর প্রতীক্ষা, হৃদয়ে অনুভব করেও আমি পেছন ফিরি নাই.. ভালোবাসা পুড়ে পুড়ে বাতাসে উড়ে উড়ে হারিয়েছে সুদূরে.. তারপরও পিছু ফিরি নাই, যেভাবে কখনো আব্বা ও ফিরতেন না!

আরও কিছুকাল পরে… গ্রিলের ওপারে বসে থাকা আব্বা নির্বাক হয়ে কেবলি অনুভবক্ষম রইলেন। তবুও তো ছিলেন। তারপর একদিন…

এখনো ব্যালকনি এবং গ্রিল যার যার জায়গায় একইভাবে থাকলেও গ্রিলের ওপাশটায় কেউ নেই! একজন মানুষের পিছু ফেরার অপেক্ষায় সেই বাবু বেলা থেকে এই শেষ বেলা পর্যন্ত অপেক্ষায় রইলাম! ফিরলেনই না তিনি আর :(

এখন নিঃসীম নিঃসঙ্গতায় ছুঁয়ে থাকি আমি একা! একদিন আমিও জ্ঞানী বাবুটাকে রেখে…

বাবাদের কি এমনই হতে হয়?

মামুন সম্পর্কে

একজন মানুষ, আজীবন একাকি। লেখালেখির শুরু সেই ছেলেবেলায়। ক্যাডেট কলেজের বন্দী জীবনের একচিলতে 'রিফ্রেশমেন্ট' হিসেবে এই সাহিত্যচর্চাকে কাছে টেনেছিলাম। এরপর দীর্ঘ বিরতি... নিজের চল্লিশ বছরে এসে আবারো লেখালখি ফেসবুকে। পরে ব্লগে প্রবেশ। তারপর সময়ের কাছে নিজেকে ছেড়ে দেয়া। অমর একুশে গ্রন্থমেলা ২০১৬ তে 'অপেক্ষা' নামের প্রথম গল্পগ্রন্থ দিয়ে লেখক হিসেবে আত্মপ্রকাশ। বইমেলা ২০১৭ তে তিনটি গ্রন্থ- 'ছায়াসঙ্গী'- দ্বিতীয় গল্পগ্রন্থ, 'ঘুঙ্গরু আর মেঙ্গরু'- উপন্যাস এবং 'শেষ তৈলচিত্র'- কাব্যগ্রন্থ নিয়ে সাহিত্যের প্রধান তিনটি প্ল্যাটফর্মে নিজের নাম রেখেছি। কাজ চলছে ১০০০ অণুগল্প নিয়ে 'অণুগল্প সংকলন' নামের গ্রন্থটির। পেশাগত জীবনে বিচিত্র অভিজ্ঞতা লাভ করেছি। একজন অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেছি। পোষাক শিল্পের কর্মকর্তা হিসেবে দীর্ঘদিন কাজ করেছি। লেখালেখির পাশাপাশি সাংবাদিকতা করছি। লেখার ক্ষমতা আমি আমার ঈশ্বরের কাছ থেকে চেয়ে নিয়েছি। তাই মৃত্যুর আগ পর্যন্ত লিখেই যেতে হবে আমাকে।

8 thoughts on “পিছু_ফেরা_মামুনের_অণুগল্প

  1. 'একজন মানুষের পিছু ফেরার অপেক্ষায় সেই বাবু বেলা থেকে এই শেষ বেলা পর্যন্ত অপেক্ষায় রইলাম! ফিরলেনই না তিনি আর।' Frown

    1. আব্বা নেই, আমার কাছে মনেই হয় না। এক ঘোরের ভিতরে রয়েছি এখনও ভাইয়া।

      ধন্যবাদ, ভালো থাকুন সবসময়। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. বাবা হয়েছি। তাই প্রশ্নে বলি না, বাবাদের এমনই হতে হয় কিনা। উত্তর এখনেই। এমনই হতে হয়।

    1. আমি আমার বাবার সন্তান হতে পারি নাই, আমার দুই বাবুর বাবা হতে পেরেছি কিনা তাও জানি না। আমি কিছুই হতে পারিনি।

      ধন্যবাদ প্রিয় সুমন। ভালো থাকুন আপনার বাবুকে নিয়ে। শুভেচ্ছা ও দোয়া রইলো.. https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  3. প্রচ্ছদের ছবিটি দেখে মন বিষণ্ন হলো মহ. আল মামুন ভাই। ভালো থাকবেন।

    1. প্রচ্ছদের মানুষটিকে ঘিরে আমার জগত ছিলো, এখনও আছে। ধন্যবাদ প্রিয় কবিদা'। দোয়া করবেন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  4. জীবন থেকে নেয়া গল্পটি পড়লাম প্রিয় গল্প দা। 

    1. ধন্যবাদ দিদি। উভয় জগতের বাবাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকুক। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।