বৃক্ষশুমারি

বৃক্ষশুমারি

নগরের গাছগুলো গোণে দেখার জন্য কিছু স্বেচ্ছাসেবক
প্রয়োজন। বিজ্ঞাপন টা চোখে পড়ার পর বিস্তারিত
পড়তে থাকি। ইচ্ছে হয় গোণে দেখি গাছের পাতাগুলো ও।

অক্সিজেনের আলো চেয়ে বাঁচে যে জীবন- করে যাই
তার বাণীবন্দনা।
বিশ্বের এই প্রান্তে বৃক্ষের ও শুমারি হয়, আর অন্যপ্রান্তে
মানব সন্তানের ও হিসেব থাকে না, জন্মসনদহীন
শিশুর হাতে কুঠার তুলে দেয় হিংস্র জোতদার,
কাটা পড়ে গাছ, কাটা পড়ে রাতের জোনাকী,
আলো ছেড়ে অন্ধকার ভালোবাসে ওই প্রান্তবাসী,

তারা জানেও না- এই বিশ্বে বৃক্ষশুমারি’ও মানুষকে
মাঝে মাঝে কাছে টেনে নেয়।

5 thoughts on “বৃক্ষশুমারি

  1. শুভেচ্ছা প্রিয় কবি প্রিয় ইলিয়াস ভাই। শুভ সকাল।

  2. কবিতাটি পড়লাম কবি ফকির ইলিয়াস।

  3. অক্সিজেনের আলো চেয়ে বাঁচে যে জীবন- করে যাই
    তার বাণীবন্দনা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।