একটি সার্থক কবিতার খোঁজে

একটি সার্থক কবিতার খোঁজে

একটি সার্থক কবিতা বারবার হাত ফসকে বেরিয়ে যায়
তার যেনো মাছির মতো মাথার চারপাশে চোখ
সেই থেকে আমার কেবলই ধুঁকছে শুন্যতাঘেরা এ বুক!

এমনি
আরো কতোকিছু আমার থেকে পালিয়ে বেড়ায় রোজ
তবুও তার মতো কেউ নেয় না, আমার এতো খোঁজ!!

আমিও তার এমনি এক নাছোড় ভালোবাসার খদ্দর…
মিনি বিড়ালের মতো মিয়াও মিয়াও শব্দে খুঁজে ফিরি
তার আলতো হাতের আদর!
তবুও সে যেনো যেনতেন কেউ নয়
আমিও আকাশ পানে চেয়ে থাকি, কদাচিৎ যদি সে
আমার হয়!

তবে কি আমি যথার্থ ভালোবাসতে পারিনি এখনো তারে
তবে কি এখনো নিতম্বের মতো পিছমোড়া ভালোবেসে
যাবে সে আমারে…??

5 thoughts on “একটি সার্থক কবিতার খোঁজে

  1. একটি সার্থক কবিতা আপনার হোক প্রিয় কবি। শুভ সকাল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. আপনার কবিতায় ফুটে উঠা আকুতি আমাকেও ছুঁয়ে গেলো। শুভেচ্ছা নিন। 

  3. একটি ভাল কবিতার খোঁজে অহর্ণিশি যেন খুঁজি ফিরি। শুভেচ্ছা প্রিয় কবি দা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  4. একটি সার্থক কবিতার খোঁজে একটি জীবন চলে যায়।

  5. পেয়ে যাবেন নিশ্চিত একদিন কবি জসীম ভাই। ভালোবাসা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।