এলোমেলো ভাবনা………
এলোমেলো ভাবনা গুলো হৃদয়ে স্থান করে নিচ্ছে ,
প্রজাপতির মতো ঘুরে বেড়াতে ইচ্ছে করে,
ছেলে মানুষি গুলো যেন দিন দিন বেড়েই চলেছে,
রঙিন স্বপ্ন গুলো যেন তার চারপাশ কে ঘিরে রেখেছে,
এক অদ্ভুত অনুভূতি বিরাজ করছে হৃদয়ে ক্যানভাসে,
মুষলধারে বৃষ্টি হচ্ছে ।
বৃষ্টি যেন তা থই থই নৃত্য করতে করতে
মাটির বুকে টলমল করে ঝরে পড়ছে,
ধমকা বাতাসে উড়ে যাচ্ছে এলো চুল,
জানালার গ্লাস দিয়ে বৃষ্টির পানি শরীরটা স্পর্শ করে গেল,
জানালায় দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে মন যেন দিশেহারা ।
রবিঠাকুরের গান গুলো ছুঁয়ে যাচ্ছে
তার হৃদয়ের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেন এক অসাধারন ভালোলাগা,
এ কেমন ধোঁয়াটে আভাস ঘিরে চলেছে বাহিরে অন্তরে,
এ কেমন রেশমি দড়ি বেঁধে চলেছে হৃদয়ের কোমল স্পন্দনে |
এ কেমন অনুভূতি নাকি
কোন প্রেমের সৃষ্টি,
প্রেমের চেয়ে সুন্দর পৃথিবীতে আর কিছু নেই……….
— ফারজানা শারমিন
রোম্যান্টিক এবং প্রেমের কবিতা যেটাই বলি; ভালো হয়েছে প্রিয় কবি। অভিনন্দন।
অনেক ধন্যবাদ । শুভেচ্ছা রইলো………..
প্রেমের চেয়ে সুন্দর পৃথিবীতে আর কিছু নেই, কথাটি যথার্থ বলেছেন কবি ফারজানা শারমিন।
অনেক ধন্যবাদ । শুভেচ্ছা রইলো………
সুন্দর লিখেছেন কবি আপা।
অনেক ধন্যবাদ । শুভেচ্ছা রইলো………..
ভালোলাগা জমা রাখলাম কবিবোন ফারজানা শারমিন মৌসুমী।
ভাল কবিতা পড়লাম প্রিয় কবি দিদি ভাই।
চমৎকার লাগল কবি আপু