মধুময়

মধুময়

দশ বছরে দশ দিক দিয়ে দশ রূপে ঘুরেফিরে
ঈশ্বর এসে মধুময় বাণী শুনিয়ে গেছেন বুঝি নি।

আঙুলের ফাঁক দিয়ে গলে যাবার পর জানলাম
তিনি ঈশ্বর ছিলেন,
যিনি সেই ভাবেই ছিলেন মনের মণিকোঠায়,
অধরা মায়ায়, সুরের মোহজালে।

কিন্তু তিনি পরিচয় দিয়ে জাল ছিঁড়ে জ্যোতিষ্ক হলেন।

এখন আমরা আকাশে তাকিয়ে ঈশ্বর খুঁজি,
আলো দেখে বুঝি কি ভীষণ তাঁর ব্যাপ্তি,
কি ভীষণ তিনি জুড়ে আছেন
মনে হয় আহা, যেখানে এতদিন ছিলেন
সেখানেই ত আছেন।

6 thoughts on “মধুময়

  1. আপনার কবিতা মানে স্বতন্ত্রতা। দারুণ লিখেন আপনি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif বন্ধুদের হ্যালো হাই দিন।

  2. আপনার জন্য শুভকামনা কবি।

  3. সুন্দর কবিতা প্রিয় কবি দি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  4. অভিনন্দন কবি বোন।

  5.  

    বাহ সুন্দর কবিতায় ভাললাগা। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।