ভুল করে কিছু শেখা

ভুল করে কিছু শেখা

ভুল শুধু আমারই হয় না বন্ধু,
সব মানুষেরই ভুল হয়!
ভুল হয় না শয়তানের বন্ধু,
এই কথাটি সবাই কয়!
বন্ধু মানুষেই তো করে ভুল,
শয়তানে করে না যে ভুল!

আমিতো আর শয়তান নই বন্ধু,
ভুল তো আমার হতেই পারে!
শুনেছি ভুল থেকে হয় শেখা,
তাই শিখি অনিচ্ছাকৃত ভুল করে।
বন্ধু মানুষেই তো করে ভুল,
শয়তানে করে না যে ভুল!

ভুলটা ইচ্ছে করে করিনি বন্ধু,
যা হয়েছে মনের অজান্তে!
তবু তুমি আমায় বুঝেছ ভুল,
ভুলের কারণটা চাওনি জান্তে!
বন্ধু মানুষেই তো করে ভুল,
শয়তানে করে না যে ভুল!

তাহলে কি আমিই করেছি ভুল?
তুমিও তো করেছো ভুল!
আমাকে না বুঝে বন্ধু তুমি–
নিজেই করেছো ভীষণ ভুল!
বন্ধু মানুষেই তো করে ভুল,
শয়তানে করে না যে ভুল!

নিতাই বাবু সম্পর্কে

নিতাই বাবু ২০১৫ সালে তিনি শখের বশে একটা ব্লগে রেজিষ্ট্রেশন করে লেখালেখি শুরু করেন।তিনি লিখতেন নারায়ণগঞ্জ শহরের কথা। লিখতেন নগরবাসীর কথা। একসময় ২০১৭ সালে সেই ব্লগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্লগ কর্তৃক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র জনাব সাঈদ খোকন সাহেবের হাত থেকে ২০১৬ সালের সেরা লেখক সম্মাননা গ্রহণ করেন। সাথে নগর কথক উপাধিও পেয়ে যান। এরপর সেই ব্লগে লেখালেখির পাশাপাশি ২০১৮ সালের জুলাই মাসে তিনি শব্দনীড় ব্লগে রেজিষ্ট্রেশন করেন। শব্দনীড় ব্লগে উনার প্রথম লেখা "আমি রাত জাগা পাখি" শিরোনামে একটা কবিতা। তিনি চাকরির পাশাপাশি অবসর সময়ে লেখালেখি পছন্দ করেন এবং নিয়মিত শব্দনীড় ব্লগে লিখে যাচ্ছেন।

15 thoughts on “ভুল করে কিছু শেখা

  1. বন্ধু মানুষেই তো করে ভুল, শয়তানে করে না যে ভুল! সর্বৈব সত্য উচ্চারণ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. জীবনের একটি ভুলের অভিজ্ঞা থেকে অনেককিছু শেখা হয়ে হয়ে গেছে। মনের অজান্তে যেই ভুল করেছি, সেই ভুল আর কখনো ন!

      শুভকামনা সবসময় শ্রদ্ধেয় কবি দাদা।

  2. বেশ সচেতনমূলক কাব্যিক কবি দা

    1. এই জীবনে একটি ভুল থেকে অনেককিছুই অর্জন হয়ে গেলো।

      মন্তব্যের জন্য শুভকামনা সবসময় শ্রদ্ধেয় কবি।

  3. ভুল করে কিছু শেখা। মানুষ ভুল করেই শেখে। 

    1. আমি শিখেছি অনেক অনেক শ্রদ্ধেয় দিদি।

  4. আত্ম বিশ্লেষণ এমন হওয়াই ভালো কবি নিতাই বাবু।

    1. হ্যাঁ শ্রদ্ধেয় কবি সুমন দা।। আপনি ঠিক বলেছেন!

  5. ভুল থেকে শিক্ষা নেয়া এটাই হোক আমাদের শিক্ষণীয়। শুভেচ্ছা কবি দা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. ভালো থাকবেন শ্রদ্ধেয় কবি রিয়া দিদি।

  6. আসুন সবাই ভালো থাকি আমাদের আপন আলয়। ভালোবাসা কবি নিতাই বাবু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. ভালো থাকবেন শ্রদ্ধেয় কবি সৌমিত্র দাদা। 

  7.  

    একটা জীবন ভুলেই যাবে কেটে——— 

    ভুল রমনীর ভালবাসা, ভুল নেতাদের জনসভা। 

    1. ১০০% সত্য! শুভকামনা রইল শ্রদ্ধেয় অনিক দাদা।

  8. তবে কবিতা লেখা ছেড়ে দেওয়ার মত ভূল করবেন না। শুভ কামনা রইলো। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।