গণ্ডমূর্খ সময়ের শৈথিল্য

গণ্ডমূর্খ সময়ের শৈথিল্য

আমার হাতে তাঁতের শাড়ী দেখে
আঁৎকে উঠে বলেছিলে
ভালোবাসাই সব নয়
তাকে বাঁচিয়ে রাখতে চাই
জমকালো ধ্রুপদ।

আজ সেই চৌরঙ্গীর দেয়ালে
শ্যাওলা জমেছে বুঝি !
বলছো কথা নতুন কি এক ভাষায়
ভাবছো তবে অন্য ধারার জীবন
চোখ রেখেছো আটপৌরে আশায়

অনেকটা পথ পেরিয়ে
অনেক কিছুর দায় এরিয়ে
যদি কোন নদীর দেখা পাও
সেই নদীতে ভাসার আগে
ভাসার দিকে না তাকিয়ে
ডিঙ্গি কেমন সেটা জেনে নেও

পছন্দসই তেমন কোন
নৌকা যদি পাও
রং মাখানো মোড়ক খুলে
তন্দ্রালু আবেশ ভুলে
তাতেই উঠে যাও।

8 thoughts on “গণ্ডমূর্খ সময়ের শৈথিল্য

  1. চৌরঙ্গীর দেয়াল।
    বলছো কথা নতুন কি এক ভাষায়
    ভাবছো তবে অন্য ধারার জীবন… চোখ রেখেছো আটপৌরে আশায়। দারুণ প্রিয় বন্ধু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. দারুণ লিখা কবি খেয়ালী মন ভাই। ঈদ মোবারক। ভালোবাসা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  3. গণ্ডমূর্খ সময়ের শৈথিল্যে তন্দ্রালু সময়। দারুণ খেয়ালী ভাই।

মন্তব্য প্রধান বন্ধ আছে।