ঈদের খুশি

উপচে পড়া ভিড়ে
যাচ্ছে নাড়ির টানে ঘরে ফিরে
শত শত শহরবাসী;

আসে একবার বছরে
হেন মহা উৎসব ঈদুল ফিতরে
ঘরে ফিরে কত হাসি।

কেনাকাটারও ধুমধাম
গরমে পায়ে ফেলে মাথার গাম
সবাই কিনছে পোষাক;

ভাবে না কেহ কতদাম
দোকানেও নেই দামের লাগাম
তবু ইচ্ছে সবাই পাক।

কতজনে নেই অর্থকড়ি
মনেও নেই খুশি সে বছর জুড়ি
তারাও তো করবে ঈদ;

কতজন আছে কৃপা করি
বিলায় কাপড় চোপড় ভুরি ভুরি
উবে তাই কচিদের নীদ।

আত্মশুদ্ধির এ মাসখানি
চলো তবে শুদ্ধ করি মনখানি
ছাড়ি সব হিংসা বিদ্ধেষ;

কত সংযমী ঐ জ্ঞানীগুণী
কখনোও করে না কারো হানি
তেমন হই বাঁচুক দেশ।

নিজেকে বড় ভেবে মরি
না ভেবে তা, করি কোলাকুলি
এই তো ঈদের খুশি;

সংযমী হই আত্মশুদ্ধি করি
যতো পাপ, দুষ্টু কর্ম দিই বলী
মর্ত্যে ফুটুক স্বর্গ হাসি।

12 thoughts on “ঈদের খুশি

  1. সংযমী হই আত্মশুদ্ধি করি
    যতো পাপ, দুষ্টু কর্ম দিই বলী, মর্ত্যে ফুটুক স্বর্গ হাসি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. অনেক ধন্যবাদ শ্রদ্ধেয় মুরুব্বী। ঈদ মোবারক।

    1. ঈদ মোবারক ও অনেক শুভেচ্ছা নিবেন।

  2. আসুন মানুষের মাঝে ভালোবাসা ছড়িয়ে দিই। ঈদ মোবারক কবি সাইদুর রহমান ভাই। 

    1. অনেক ধন্যবাদ সুমন ভাই। ঈদ মোবারক ও অনেক শুভেচ্ছাা রইলো।

  3. কতজনে নেই অর্থকড়ি মনেও নেই খুশি সে বছর জুড়ি তারাও তো করবে ঈদ।

    ঈদ হোক সবার কবি সাইদুর রহমান ভাই। ভালোবাসা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif 

    1. অনেক ধন্যবাদ সৌমিত্রদা। ঈদ মোবারক ও অনেক শুভেচ্ছা নিবেন।

    1. অজস্র ধন্যবাদ অরুণিমা। ঈদ মোবারক ও অনেক অনেক শুভেচ্ছা।

মন্তব্য প্রধান বন্ধ আছে।