আমি বারবারই কড়া নেড়ে যাব তোর দরজায়

আমি আকাশ ঠুকরে একা একা
বৃষ্টি হতে পারিস নি তুই মেঘে
তৃষ্ণা মেটে না চাতক জীবনের
বড্ড তাতানো রোদ চারিদিকে,
বৃষ্টির হাহাকারে নীলাকাশ
আমি ঠোঁট ডুবিয়েছি সাগরে
আছড়ে পড়া ঢেউয়েও খুঁজে পাই না তোকে
তৃষ্ণা মেটাবো কি দিয়ে?
একটা চুমু খেয়ে যা
পাখি ঠোঁটে;

কাল সারারাত একটা পাখি ডাকছিলো কোথায় জানি
খুব করুণ স্বরে
হয়তো সঙ্গিনী হারিয়ে গিয়েছে,
আচ্ছা! আমি কত রাত তোকে ডেকে ডেকে গলা ভেঙেছি
বলতে পারিস?
কত ঢেউ আছড়ে পড়লে পাথরে দাগ কাটে?
আমি সাগর হয়েছি তোর জন্য
এবার তো পাথর থেকে বালি হ,
একটা চুমু খেয়ে যা
পাখি ঠোঁটে;

কেও ভালোবাসার ডাক শোনে কেও বধির থাকে ইচ্ছা করে
আমি বারবারই কড়া নেড়ে যাব তোর দরজায়
পাখি হয়ে
ঢেউ হয়ে
আকাশ হয়ে
সাগর হয়ে
দিন হয়ে
রাত হয়ে,
একদিন তোকে দরজা খুলতেই হবে
বিরক্ত হয়ে
রাগ হয়ে
আর না হয় ভালোবাসায় গলে গিয়ে;

আমি অপেক্ষায় আছি
পাখি ঠোঁটে।

6 thoughts on “আমি বারবারই কড়া নেড়ে যাব তোর দরজায়

  1. কেও ভালোবাসার ডাক শোনে কেও বধির থাকে ইচ্ছা করে
    আমি বারবারই কড়া নেড়ে যাব তোর দরজায়
    পাখি হয়ে … ঢেউ হয়ে … আকাশ হয়ে … সাগর হয়ে।

    চমৎকার প্রিয় নির্বাসনের মানুষ যাযাবর জীবন। অভিনন্দন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif.gif

  2. জীবনের কবিতা। বরাবরের মতো সুন্দর। 

  3. আছড়ে পড়া ঢেউয়েও খুঁজে পাই না তোকে তৃষ্ণা মেটাবো কি দিয়ে? https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  4. আমি বারবারই কড়া নেড়ে যাব তোর দরজায়। ভালোবাসায় ধৈর্যের প্রশংসা করি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  5. থেমে যাওয়ার অর্থ মৃত্যু। চেষ্টা অব্যহত রাখুন। দরজা খুলবেই। :) শুভেচ্ছা।

  6. আপনার কবিতা আমার ভীষণ প্রিয়। :)

মন্তব্য প্রধান বন্ধ আছে।