মোহময় স্মৃতি
ফুলঝুরির মত ঝরে ঝরে পড়ি হে প্রিয়তমা,
প্রতিটি ফুলকিতে লেগে থাকা আমার ভালোবাসা।
কবি মাইকেলের মত একই সাথে পাঁচটা মহাকাব্য লিখি
এক একজন অনুপাঠক এক একটি প্রতিলিপি আঁকে।
পৃথিবীতে কিংবদন্তি করে যাব, অবিস্মরণীয় ভালোবাসা
একান্ন পীঠে একান্নটা খণ্ড, যদি সাথে পেতাম !
এখন পর্দায় চোখ গেঁথে রাখো, অস্তিত্ব পাবে।
একান্নবর্তী সংসারের একান্নবর্তী ভালোবাসা
বিগলিত মোমের মত যেন মোহময় স্মৃতি।
একান্নবর্তী সংসারের একান্নবর্তী ভালোবাসা
বিগলিত মোমের মত যেন মোহময় স্মৃতি।
অনন্য ঘরানার কবিতায় অনে অনেক শুভেচ্ছা প্রিয় কবিবন্ধু।
বিগলিত মোমের মত যেন মোহময় স্মৃতি।
স্মৃতিরা ভাল থাক প্রিয় কবি দি।
পৃথিবীতে কিংবদন্তি করে যাব, অবিস্মরণীয় ভালোবাসায়। মোক্ষম বাণী কবিবোন।
স্মৃতি আলপনা।
দারুণ।