দূরবর্তী ছায়াদূরবীন

দূরবর্তী ছায়াদূরবীন

তুমি স্মৃতির দিকে না ফিরলেও পারো
তুমি না তাকালেও পারো- বৃষ্টির দিকে
কিংবা বাঁকোজ্জ্বল নদীর পোশাক পরে এই
বনবাদাড় ছুঁয়ে দেখা থেকেও থাকতে পারো দূূরে।

আমি দূরবর্তী শোকগুচ্ছ অনেক আগেই দেখেছি
ছায়াদূরবীন দিয়ে,
দেখেছি একটি মাকড়শা চলে যাচ্ছে উত্তর থেকে
দক্ষিণে। আমার পকেট থেকে লুটিয়ে পড়ছে
একটি প্রাচীন গোলাপ।

একটি তারা খসে পড়বে বলে সমুদ্রকে ডাকছে কাছে।
তুমি মোহ-কে ভালোবেসো না। ভালোবাসো অনল
পুড়ো ও পোড়াও,
সমুদ্রের ছিন্নভিন্ন তল।

5 thoughts on “দূরবর্তী ছায়াদূরবীন

  1. শুভেচ্ছা প্রিয় কবি প্রিয় ইলিয়াস ভাই।

  2. সুন্দর কবিতা কবি ফকির ইলিয়াস ভাই। 

  3. ভালোবাসা কবি ইলিয়াস ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।