মাঝির উজান বৈঠা

====================
মাঝির সোনা বরণ বৈঠা আছে
শুধু ভাটির কুল কিনারা নাই রে
নদীর রূপালি অথৈ জল আছে
আরে ঢেউ নদীর-নাই নাই রে;
তবুও চলায় মাঝি জলসুখ বৈঠা
স্থলভাগের এতটুকু স্বাদ নিয় মিঠা
ও মাঝির সোনালি উজান বইয়া।

রূপালী জলের উপর ভাসে গাংচিল
উড়া উড়া নীলাসমান জুড়ে নীল-
গায়ের পাড়ায় খেলে- জল ছুঁয়া
ও মাঝি তোর নিশি গেলো ফুরিয়া!
জোয়ার ভাটা মেঘে রঙধনু রঙ
চাঁদ নিল জোনাক পুড়া জল মিশিয়া-
ও মাঝির সোনালি উজান বইয়া।

১১ জ্যৈষ্ঠ ১৪২৬, ২৫ মে ১৯
———————————–

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

12 thoughts on “মাঝির উজান বৈঠা

  1. গীতি কবিতাটি পড়লাম প্রিয় বাউল কবি মি. আলমগীর সরকার। দারুণ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. জ্বি প্রিয় কবি মুরুব্বী দা
      অশেষ ধন্যবাদ জানাই
      ভাল থাকুন———

  2. নুমন্দা নদী জলে নৌকা বাইচ। কবিতাটির মধ্যে সুর বসিয়ে দিলে গান হয়ে যাবে কবি লিটন ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. জ্বি প্রিয় কবি সৌমিত্র দা
      অশেষ ধন্যবাদ জানাই
      ভাল থাকুন———

  3. মেলোডিয়াস কবিতা কবি আলমগীর ভাই। :yes:

    1. জ্বি প্রিয় কবি সুমন দা
      অশেষ ধন্যবাদ জানাই
      ভাল থাকুন———

  4. সুন্দর লিখেছেন কবিবাবু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    1. জ্বি প্রিয় কবি রিয়া দিদি
      অশেষ ধন্যবাদ জানাই
      ভাল থাকুন———

  5. মাঝির সোনা বরণ বৈঠা আছে। সুললিত লিখা আলমগীর সরকার ভাই।

    1. জ্বি প্রিয় কবি তুবা আপা
      অশেষ ধন্যবাদ জানাই
      ভাল থাকুন———

  6. গানের সুরে সুরে পড়ে ফেললা,  আপনার লেখা কবিতাটি। সত্যি দারুণ লিখেছেন শ্রদ্ধেয় কবি দাদা।

    1. জ্বি প্রিয় কবি বাবু দা
      সুন্দর মন্তব্য ও প্রেরণা দেওয়া জন্য
      অশেষ ধন্যবাদ জানাই
      ভাল থাকুন———

মন্তব্য প্রধান বন্ধ আছে।