নতুন মুখ

============================
নতুন মুখের ভিড়ে আমি হয়ে যাচ্ছি জীবন্তলাশ
অথচ নতুন বাঁশপাতার বাতাস আমাকে স্পর্শ করে না;
সবুজ তারুণ্য লতাপাতারও কি পরিবর্তন যেনো
অপরিচিত মর মর শব্দধ্বণির আর্তনাদ- তারপরও
আমি তোমাদের দলে হাঁটতে চাই! ঐ চাঁদ পূর্ণিমার
রাত জুড়ে- নতুন মুখ আমাকে রাখিও নিভু নিভু –

জোনাক জ্বলা প্রদীপে কিংবা সোনালি আইলপাথরের
শতদল ঘাসফড়িংএর ডগায় অথবা ইটভাঙ্গা রাস্তার মোড়
তোমরা জানাতে চাইবে না পূর্বপুরুষের কথামালা
নতুন মুখ পিছনে হাঁটবে না তবুও সংশয় জীবন্ত লাশ নয়
বাঁচতে চায় আর কিছু ক্ষণ শুধু বর্ণমালার পরিচয়
অতঃপর নতুন মুখের সংশয় হোক না বিশ্বময়।

১২ জ্যৈষ্ঠ ১৪২৬, ২৬ মে ১৯
———————————-

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

5 thoughts on “নতুন মুখ

  1. কবিতাটি পড়লাম আলমগীর সরকার ভাই। প্রচ্ছদ কিন্তু ইন্টারেস্টিং হয়েছে আজ। :)

  2. বাঁচতে চায় আর কিছু ক্ষণ শুধু বর্ণমালার পরিচয়
    অতঃপর নতুন মুখের সংশয় হোক না বিশ্বময়। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  3. অপরিচিত মর্মর শব্দধ্বণির আর্তনাদ। দারুণ উপমা কবিবাবু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  4. চায়নিজ ভদ্রলোকের মখমণ্ডল। এতো সুন্দর কবিতায় তিনি কেনো লিটন ভাই !! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_scratch.gif

  5. সুন্দর কবিতা কবি আলমগীর ভাই।

মন্তব্য প্রধান বন্ধ আছে।