সুফি সকল হাত উঁচু করো এবং বেহালা্র সুরে সুরে সাধনা অথবা মৃত্যুর গান করো। তোমাদের জিভের তালুতে ভুল মুদ্রা – পেছন থেকে টেনে ধরেছে খেতের নাড়া সকল।
রিকশা – পাহাড় তোমার চোখে চোখ রেখে বেরুণীর কথা বলেছিলো কাল।
হেঁটে যাওয়া সেই পথটায় কিশোর এবং তিনজন –
একজনকে সমুদ্র নাম দিয়েছো —
চোখের কথা বললেই বলেছো অভয়মিত্রের ঘাটে যাবে –
অথচ একটা খাদক বাসে উঠেই গন্তব্য এবং তুমি মাঝখানে আড়াআড়ি শুয়ে থাকো। দেখো দূরে শুয়ে আছে সন্ন্যাাসিনী – একটা সাপ তার পা বেয়ে হেঁটে যায় মৃত্যুকে আলিংগন করে –
আমারই মৃত্যুকে দেখা হলো না –
10 thoughts on “মৃত্যু এবং আমি”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
বেশ অনুভূতির প্রকাশ কবি আপু
অনেক শুভেচ্ছা নিবেন————-
ধন্যবাদ । ভালো থাকবেন।
কঠিন কবিতা পড়লাম। ঈদের অগ্রিম মোবারক নাজমুন নাহার আপা।
ধন্যবাদ মুরুব্বী । লেট ঈদ মোবারক ।
ভিন্ন স্বাদের কবিতা নাহার আপু।
ধন্যবাদ সুমন আহমেদ /
দেখো দূরে শুয়ে আছে সন্ন্যাাসিনী – একটা সাপ তার পা বেয়ে হেঁটে যায় মৃত্যুকে আলিংগন করে – আমারই মৃত্যুকে দেখা হলো না। ভিন্ন স্বাদের কবিতা দিদি ভাই।
ধন্যবাদ রিয়া । ভালো থেকো ।
জয় হোক কবিতার বোন নাজমুন নাহার।
জয় হোক কবিতার কবি সৌমিত্র চক্রবর্তী ।