ঈদের বাড়ি চল

=============================
বাঁশ বাগানের মাথার উপর উঠেছে ঈদের চাঁদ!
কি সু-ভাগ্য-এ ধরনীর জলমাটি বাতাস সুখ;
বাঁশ পাতার আড়ালে- গোধুলির পলকে-
ঐ চাঁদ দিচ্ছে শুধু একমুঠো ঈদের হাসি;
কাল ঈদ বলে কতো না আনন্দে ভাসা ভাসি।

নতুন পোষাক পড়বে-লজ্জা পোলাও খাবে!
চঞ্চল বাতাসের ঘ্রাণ লেগেছে গায় কত যে ছন্দ-
হাতি ঘোড়া মেরে চলছো কিসের ভালমন্দ,
আকাশ ভারি- সবুজে সাজি চলো যাই-
গাঁ গ্রামে কত স্মৃতির হাসিকান্না ঈদের বাড়ি চল।

১৮ জ্যৈষ্ঠ ১৪২৬, ০১ জুন ১৯
———————————

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

6 thoughts on “ঈদের বাড়ি চল

  1. অনেক অনেক ভালোবাসা সহ শুভকামনা বাউল কবি মি. আলমগীর সরকার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. অনেক হলো কবিতার ঘরবাড়ি এবার চলো ঈদের বাড়ি। ভালোবাসা কবি লিটন ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  3. শুভযাত্রা কবি আলমগীর ভাই। ঈদ মুবারক। :)

  4. চাঁদ দিচ্ছে শুধু একমুঠো ঈদের হাসি;
    কাল ঈদ বলে কতো না আনন্দে ভাসা ভাসি। ঈদ মোবারক আলমগীর সরকার ভাই। :)

  5. ঈদ হোক আনন্দের কবি বাবু। শুভকামনা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।