——চঞ্চল বেবস মূর্ত প্রতীক হাওয়া
রোদের রোদন ছেড়ে,
মেইয়ে আসে রৌদ্র প্রতাপ
বিদায় সুর গলা জুড়ে, সোনালু ফুলে হলুদ বাহার
বোশেখর খেরোখাতায়,
জারুল জাফরানি রং মাখে।
লজ্জাবতীর কারিশমা ফুল,
রৌদ্র প্রতাপে কাঁপে
ক্ষয়ীঞ্চুকালে জল টলমল, সোদা হাসে সবুজ রাঙা বেশে
শরীর তার ছুঁয়ে গেল,
চঞ্চল বেবস মূর্ত প্রতীক হাওয়া।
বেবস যৌবনে চঞ্চল ভারি মেঘ,
উচাটন নকশী কাঁথা জলের ভরন
আবেগ ভরা ঈশান কোনে অভিমানে রাঙা, বসে আছে মুখ গুঁজে
উঠল হাওয়া দুলে বিপন্ন রোষানলে,
অভিমান ভাঙ্গল বুঝি মরমী হাওয়ায়।
১৪২৬/গ্রীষ্মকাল/১৩,জ্যৈষ্ঠ/প্রকৃতির কবিতা, রূপক কবিতা
বিপন্ন রোষানলে বা অভিমানে না ভাঙ্গুক মরমী হাওয়া। ঈদ মোবারক বন্ধু চারু মান্নান।
ঈদ মোবারক!! বন্ধুুুু, সতত শুভকামনা
আপনার কবিতা গুলো একযোগে বেশ কয়েকটি জায়গায় একযোগে প্রচারিত হয়। শব্দনীড়ে মিসিং হলে অন্য কোথায় ঠিক ঠিক পেয়ে যাই। অভিনন্দন ভালোবাসা মান্নান ভাই।
ঈদ মোবারক!! সতত শুভকামনা

ক্ষয়ীঞ্চুকালে জল টলমল, সোদা হাসে সবুজ রাঙা বেশে
শরীর তার ছুঁয়ে গেল,
চঞ্চল বেবস মূর্ত প্রতীক হাওয়া।
চমৎকার কবি চারু মান্নান ভাই।
ঈদ মোবারক!!
সতত শুভকামনা
সুন্দর কবিতা।
শুভেচ্ছা প্রিয় কবি দা।