সুখ- দুঃখ দুই ভাই

সুখ- দুঃখ দুই ভাই

দুখীর ঘরে জন্ম আমার, তাই–
দুখে থাকি বারোমাস!
তবু থাকি সুখ পাবার আশায়,
বৈশাখ থেকে চৈত্রমাস!
সুখ বলে, পাবে না আমায় তুমি–
যাবো না তোমার ঘরে!
তোমার জীবন দুখের সাথে গড়া,
আসি কেমন করে?

বলি, তুমি সুখ থাকো কোথায়?
কোথায় তোমার ঠিকানা?
আমি সারাক্ষণ তোমায় খুঁজে বেড়াই,
তোমাকে আর পাইনা!
সুখ বলে, এখন পাবেনা দেখা,
দেখার সময় হয়নি!
তোমার সাথে আছে বড়ভাই দুখ–
তাই আসবো না এখুনি!

দুঃখ তো আমার জীবন সাথি,
থাকুক আমার সাথে,
তুমিও আসো, থাকি আমরা মিলেমিশে–
দিনে, রাতে, একসাথে!
সুখ বলে না-না-না, তা হয়না,
আমায় তুমি ডেকো না!
কথা দিলাম তোমায়, আসবো একদিন,
যেদিন দুখ থাকবে না।

তাহলে আমি তোমার দেখা পাবো না?
কখনো দেখবো না?
তুমি কি দূরেই থাকবে? আর কখনো–
কাছে আসবে না?
সুখ বলে আসবো সেদিন, যেদিন–
তোমার দুঃখ যাবে!
সেদিন আমার দেখা পাবে নিশ্চিত–
চোখের সামনেই দেখবে!

নিতাই বাবু সম্পর্কে

নিতাই বাবু ২০১৫ সালে তিনি শখের বশে একটা ব্লগে রেজিষ্ট্রেশন করে লেখালেখি শুরু করেন।তিনি লিখতেন নারায়ণগঞ্জ শহরের কথা। লিখতেন নগরবাসীর কথা। একসময় ২০১৭ সালে সেই ব্লগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্লগ কর্তৃক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র জনাব সাঈদ খোকন সাহেবের হাত থেকে ২০১৬ সালের সেরা লেখক সম্মাননা গ্রহণ করেন। সাথে নগর কথক উপাধিও পেয়ে যান। এরপর সেই ব্লগে লেখালেখির পাশাপাশি ২০১৮ সালের জুলাই মাসে তিনি শব্দনীড় ব্লগে রেজিষ্ট্রেশন করেন। শব্দনীড় ব্লগে উনার প্রথম লেখা "আমি রাত জাগা পাখি" শিরোনামে একটা কবিতা। তিনি চাকরির পাশাপাশি অবসর সময়ে লেখালেখি পছন্দ করেন এবং নিয়মিত শব্দনীড় ব্লগে লিখে যাচ্ছেন।

6 thoughts on “সুখ- দুঃখ দুই ভাই

  1. সুখ বলে, এখন পাবেনা দেখা, দেখার সময় হয়নি!
    তোমার সাথে আছে বড়ভাই দুখ– তাই আসবো না এখুনি! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. দুঃখ সুখ যেন যমজিয়া। তবে দুঃখ বোধ করি জীবনকে বেশী পছন্দ করে। 

  3. বলি, তুমি সুখ থাকো কোথায়?
    কোথায় তোমার ঠিকানা?
    আমি সারাক্ষণ তোমায় খুঁজে বেড়াই,
    তোমাকে আর পাইনা!

    সুখ হচ্ছে মরীচিকা প্রিয় কবি দা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif.gif

  4. সুখ হচ্ছে বড্ডো অভিমানী। আর দুঃখ হচ্ছে নিত্যসঙ্গী।

  5. সুখ- দুঃখ দুই ভাই আর কোন চিন্তা নাই। চলুক জীবন এমনি করে ভাবনা কেন ওদের দেখে !!

মন্তব্য প্রধান বন্ধ আছে।