তোমার অসুস্থতা
আমার সুস্থতা তোমাকে দিলাম
তোমার অসুস্থতা আমাকে দিতে পারো
মনের বসন্তকারাগারে বেঁচে থাকা তুমি!
তোমার দূরে থাকা
তোমার এড়িয়ে চলা
আমার অন্তর্দ্বন্দ্ব রোমান্টিকতা
বহুবার স্বভাব খোঁজে
একটু মায়া, একটু আড়াল; গহিন মনোরমে আত্মগোপন
এই তো কদিন হয় প্রচণ্ড জ্বর, তরঙ্গ জ্বর অনুরণন ছড়ায়
একটি কাঁথা, একটি বালিশে জমে থাকা
তোমার অবহেলা
নির্ঘুম বাঁকাপথে ঠিকঠাক স্বপ্ন টোকা দেয়…
______________
০১.০৬.১৯ ইং। ঢাকা।
বহুবার স্বভাব খোঁজে একটু মায়া, একটু আড়াল; গহিন মনোরমে আত্মগোপন। সুন্দর।
একটি বালিশে জমে থাকা
তোমার অবহেলা
নির্ঘুম বাঁকাপথে ঠিকঠাক স্বপ্ন টোকা দেয়…
সুন্দর সেরা কবিতা টিপু সুলতান ভাই।
সুন্দর আপনার কবিতা প্রিয় কবি দা। শুভেচ্ছা নিন।
বিমুগ্ধতা ছড়ানো কবিতা।
ভালোবাসা কবি টিপু সুলতান ভাই।