সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা
আজ যদি উঠে চাঁদ
আগামীকাল হবে পবিত্র ঈদ,
ঈদ মানে খুশি, আনন্দ,
নেই রাগ, গোস্বা, জিদ!
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা
সকলের জন্য রইল শুভকামনা,
ঈদ হোক ধনী গরিব সবার
এটাই হোক কামনা, বাসনা!
ঈদের আনন্দে ভরে উঠুক
বিশ্বের প্রতি ঘরে ঘরে,
কেউ যেন বাদ না পড়ে–
ঈদের মহানন্দ থেকে ঝরে!
সকলে আমরা সকলের তরে
ঈদের আনন্দও সকলের জন্য,
ঈদের আনন্দ হোক ভাগাভাগি
সবার জীবন হোক ধন্য!
_______________
শুভেচ্ছান্তে নিতাই বাবু।
আপনাকেও ঈদ মোবারক কবি নিতাই বাবু।
মুসলিম ভাইদের প্রধান দুটি উৎসবের প্রথম উৎসব পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। একরাশ ভালোবাসা।
সকলের জন্য রইল শুভকামনা,
ঈদ হোক ধনী গরিব সবার এটাই হোক কামনা, বাসনা!
ঈদ মোবারক ……..
ঈদ মোবারক কবি ভাই।
ইদের শুভেচ্ছা