বাড়ি আমার পাখির বাসা
লক্ষ্মণ ভাণ্ডারী
আকাশ পারে পূবের কোণে সূর্য্যি যখন উঠে,
ফুল বাগানে ফুলের কলি সকলি দেখি ফুটে।
সোনার আলো ঝলমলিয়ে উঠোনে রোদ হাসে,
কাকের দল ঝগড়া করে কূয়ো তলার পাশে।
দুটো শালিক সকাল হলে ঘুরে উঠোনময়,
জোড়াশালিক দেখতে ভালো সবলোকেই কয়।
আমার বাড়ি বেড়ার পাশে, আছে আমের বন,
সারাটা দিন কোকিল ডাকে, ভরে আমার মন।
চড়ুই পাখি উঠোনে রোজ চরতে যবে আসে,
ফড়িংগুলো উড়তে থাকে কচি সবুজ ঘাসে।
ময়না, টিয়া, পায়রাগুলো, ঘুরে উঠোনটায়,
একটু পরে কেউবা ঘুরে, কেউবা উড়ে যায়।
পাখির মত আপনজন কোথায় গেলে পাই?
বাড়ি আমার পাখির বাসা সুখ শান্তির ঠাঁই।
ধন্যবাদ এবং ঈদ মোবারক কবি লক্ষ্মণ ভাণ্ডারী।
ধন্যবাদ স্যার।
সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম।
আপনাকেও জানাই ঈদ মোবারক।
“ঈদের খুশি ছড়িয়ে পড়ুক সারা ভুবনময়,
জাতি-গত বিরোধ ভুলে করবো বিশ্বজয়।”
বাকি অংশ আগামীকাল প্রকাশ দেব।
সাথে থাকবেন। এটা প্রত্যাশা করি।
জয়গুরু!
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা কবি ভাণ্ডারী ভাই। আজ উত্তর দিয়েছেন জন্য লিখাটি পড়লাম। এভাবেই পাশে থাকুন। ভালোবাসা।
কিছু কথা না বলা থেকে যায়,
কিছু ভাষা বর্ণনা হীন হয়
তবে ঈদের দিন সব প্রান খুলে বলা যায়,
আসুন, প্রান খুলে আজ সবাই বলি
ঈদ মোবারাক বন্ধু
ধন্যবাদ বন্ধু!
সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম।
আপনাকেও জানাই ঈদ মোবারক।
অনেক অনেক শুভকামনা প্রিয় কবি দা।
ধন্যবাদ বোন!
সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম।
সাথেই থাকবেন। জয়গুরু!
পাখির মত আপনজন কোথায় গেলে পাই?
বাড়ি আমার পাখির বাসা সুখ শান্তির ঠাঁই।
সারর্য ভরা চমৎকার কবিতা কবি ভাই।
সুমন্তব্যের জন্য ধন্যবাদ কবিবন্ধু। আমার একটি অনুরোধ মনে রাখবেন অনুগ্রহ করে। প্রতি উত্তরের আশায় বা মন্তব্য পাওয়ার প্রত্যাশায় মন্তব্য করবেন না। কবিতা আমার প্রাণ, কবিতা আমার হৃদয়ের গভীর স্পন্দন। আমার বাঁচার প্রেরণা। শুধু তাই নয় যেই যেমন লিখুন না কেন তার কদর করা, তাকে অনুপ্রাণিত করা আমাদের প্রথম দায়িত্ব ও কর্তব্য। আসুন, আমরা সকলের পাশে এসে সাহায্যের হাত বাড়িয়ে দিই।
সাথে থাকুন, পাশে রাখুন।
জয়গুরু!
সুন্দর কবিতা।
সুমন্তব্যের জন্য ধন্যবাদ কবিবন্ধু। কর্মক্ষেত্রে ব্যস্ততার জন্য সময়ের অভাবে অথবা প্রয়োজনবোধে লেখক প্রতিটি মন্তব্যের প্রত্যুত্তর নাও দিতে পারেন। অথবা আপনাদের পাতায় গিয়ে কবিতা পড়ে মন্তব্য নাও দিতে পারেন।
তার অর্থ এই নয় যে, আমি আপনাদের কবিতা পড়ি না। কবিতা আমার প্রাণ, কবিতা আমার হৃদয়ের গভীর স্পন্দন। আমার বাঁচার প্রেরণা। শুধু তাই নয় যেই যেমন লিখুন না কেন তার কদর করা, তাকে অনুপ্রাণিত করা আমাদের প্রথম দায়িত্ব ও কর্তব্য।
আসুন, আমরা সকলের পাশে এসে সাহায্যের হাত বাড়িয়ে দিই।
সাথে থাকুন, পাশে রাখুন।
জয়গুরু!
আপনার লেখা গুলো পড়তে খুব ভালো লগে।
সুমন্তব্যের জন্য ধন্যবাদ কবিবন্ধু। আমার একটি অনুরোধ মনে রাখবেন অনুগ্রহ করে। প্রতি উত্তরের আশায় বা মন্তব্য পাওয়ার প্রত্যাশায় মন্তব্য করবেন না। কর্মক্ষেত্রে ব্যস্ততার জন্য সময়ের অভাবে অথবা প্রয়োজনবোধে লেখক প্রতিটি মন্তব্যের প্রত্যুত্তর নাও দিতে পারেন।
অথবা আপনাদের পাতায় গিয়ে কবিতা পড়ে মন্তব্য নাও দিতে পারেন। তার অর্থ এই নয় যে, আমি আপনাদের কবিতা পড়ি না। কবিতা আমার প্রাণ, কবিতা আমার হৃদয়ের গভীর স্পন্দন।
আমার বাঁচার প্রেরণা। শুধু তাই নয় যেই যেমন লিখুন না কেন তার কদর করা, তাকে অনুপ্রাণিত করা আমাদের প্রথম দায়িত্ব ও কর্তব্য। আসুন, আমরা সকলের পাশে এসে সাহায্যের হাত বাড়িয়ে দিই।
সাথে থাকুন, পাশে রাখুন।
জয়গুরু!