বানিজ্য

বানিজ্য

সবগুলো বিচ্ছিন্ন প্রহরকে যে চোখে দেখা হয়
আমাদের বিচ্ছেদ হয়ে গেছে সেভাবেই
আমরা হৃদয় বন্দনা করেছিলাম প্রথমতঃ
নির্দেশনা মানবার জন্যে ম্যাপ ছিল না
তাই এবারও ভুল হলো ঠিকানা।

আমরা সান্ত্বনা দেইনি কেউ কাউকে
শিশুকে চুরি করে খেয়ে ফেলেছে মা
এই অনুভুতি নিয়ে আমরা মুখ বিকৃত করেছি
একজন পালিয়ে গিয়েছিল অন্য মানুষের হাত ধরে
তাদের যুক্তছায়া আমাকে আশ্বস্ত করেছে।

পৃথিবীর সকল প্রাণী উলঙ্গ, এমন কি গাছও
ওদেরকে দেখে একদিনও বলিনি, ছিহ্ তোমরা ন্যাংটো কেন!
অথচ বিচ্ছেদকালে ওকে কি অসভ্যরকমের উলঙ্গ দেখাচ্ছিল!
অতঃপর আমি তুলাচাষীদের কথা ভাবতে বসলাম
নীল জামাটা আদৌ স্বর্গ থেকে আসেনি। স্বর্গ একটা স্বস্তির নাম।

14 thoughts on “বানিজ্য

  1. আপনার কবিতার পরিবৃত্ত আমার কাছে অসাধারণ লাগে সব সময়ই। অভিনন্দন কবি শাকিলা তুবা। আশা করবো এভাবেই আপনার সরব পদচারণা থাকবে আমাদের প্রিয় শব্দনীড় এ। 

  2. আমরা সব সময়ই আমাদের জীবনের পূর্ণতা চাই। ভবিতব্যের কাছে এটাই তো চাওয়া। আর কিছু নয়। শুভেচ্ছা এবং সম্মান দুটোই হোক আপনার কবিবন্ধু তুবা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  3. অসাধারণ কবি বোন শাকিলা তুবা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. ধন্যবাদ কবি সৌমিত্র চক্রবর্তী ভাই। :)

  4. মনোমুগ্ধকর একটা কবিতা পড়লাম। শ্রদ্ধেয় কবি শাকিলা তুবা দিদিকে শুভেচ্ছা। 

    1. আপনাকেও সম্মান কবি নিতাই বাবু। :)

  5. কবিতার মসৃনতায় মোহিত হলাম কবি।

    1. খুশি হলাম আবু সাঈদ আহমেদ ভাই। :)

মন্তব্য প্রধান বন্ধ আছে।