সবুজ কার্পেটে কার খুন মুছে নিখুঁত যাচ্ছো হেঁটে

সবুজ কার্পেটে কার খুন মুছে হেঁটে যাচ্ছো নিখুঁত
ধুয়ে নিচ্ছো নিটোল জলে ঘাতকের ছুরি!
কী সহজাত ভঙ্গিমায় পাড়ি দিচ্ছো সময়ের ঘড়ি
যেন খুনির রক্তে নেই এতটুকু দ্বিধা, শোক-সন্তাপ!

বস্তুত হত্যা উৎসবের পর পৃথিবীর কোথাও আর
অবশিষ্ট ছিল না বোধের শব্দাবলী!

যেন বা রক্ত এখন সহজলভ্য কোন তরল।

24 thoughts on “সবুজ কার্পেটে কার খুন মুছে নিখুঁত যাচ্ছো হেঁটে

  1. কী সহজাত ভঙ্গিমায় পাড়ি দিচ্ছো সময়ের ঘড়ি
    যেন খুনির রক্তে নেই এতটুকু দ্বিধা, শোক-সন্তাপ!

    জানিনা এমন কবিতায় কী মন্তব্য থাকা উচিত। জাস্ট স্পীচলেস মি. সুমন আহমেদ।

    1. কবিতাটি পড়েছেন তাতেই খুশি হয়েছি আজাদ ভাই। শুভেচ্ছা জানবেন। :)

    1. অসংখ্য ধন্যবাদ কবি রিয়া রিয়া। :)

  2. নিখুঁত কবিতা কবি সুমন ভাই। ভালোবাসা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. খুশি হলাম কবি সৌমিত্র চক্রবর্তী। ধন্যবাদ। :)

  3. বাস্তব উদাহরণ!কবির লেখায় বাস্তবতা ফুটে উঠেছে। শ্রদ্ধেয় কবিকে শুভেচ্ছা। 

    1. অনেক শুভকামনা কবি নিতাই বাবু। :)

    1. ধন্যবাদ হরবোলা আবু সাঈদ ভাই। :)

  4. কবিতায় সকাল শুরু হলো আজ, সত্যি অনব।

    1. :) শুভেচ্ছা জানবেন কবি আদেল পারভেজ ভাই। 

  5. বাহ্ সুন্দর প্রকাশ………….

    1. ধন্যবাদ কবি ফারজানা শারমিন। :)

    1. ধন্যবাদ কবি সাইদুর রহমান ভাই। :)

  6. ভাল লাগল কবিতাটা ।ধন্যবাদ কবি।

  7. সুমন ভাই,

    আপনাদের কাহিনী কি বলেন? আপনারা সব কাণ্ডারি, রথিমহারথিরা সবাই একসাথে ষড়যন্ত্র করে, কোথায় হারিয়ে গেলেন? ঘটনা কি? 

    1. :) যাযাবর সাজ্জাদ ভাই। কর্মে ব্যস্তও থাকতে হয় ভাই। :)

  8. যেন বা রক্ত এখন সহজলভ্য কোন তরল।

    বাহ্ এ ঐশ্বরিক বানী …

  9. সুমন আহমেদ, 

    বিউটিফুল ! এই অবেলার দীর্ঘ্য আঁধারের চমৎকার আল্পনা কবিতায়….।অনেক সুন্দর । 

মন্তব্য প্রধান বন্ধ আছে।