নররূপে তুমি নারায়ণ
লক্ষ্মণ ভাণ্ডারী
প্রণাম তোমায় দয়াল ঠাকুর
নররূপে তুমি নারায়ণ,
জীবন মরণ তোমায় স্মরণ
পূজি তব রাঙা শ্রীচরণ।
আমার জীবনে তুমিই ঠাকুর
দেখালে আশার আলো,
তাইতো তোমায় করি পূজা
তোমারেই বাসি ভালো।
আঁধার ভরা জীবনে আমার
ঘুচালে অজ্ঞান অন্ধকার,
তুমিই ঠাকুর পতিত পাবন
আরাধ্য দেবতা আমার।
তোমার নামে তোমার গানে
সকল দুঃখ দূরে যায়,
তোমায় পেয়ে ধন্য সবাই
বাঁচা-বাড়ার পথ পায়।
নিত্য সকাল সাঁঝে প্রভুর
নামে প্রার্থনা করি আমি,
ভক্তের আহ্বানে সাড়া দাও
তুমি আমার জীবন-স্বামী।
তোমার নামে তোমার গানে
সকল দুঃখ দূরে যায়,
তোমায় পেয়ে ধন্য সবাই
বাঁচা-বাড়ার পথ পায়।
শুভময় শুভকামনা কবি।
ঈশ্বর সহায়। ঈশ্বর ব্যতীত আর কিছু নেই।
জয় গুরু। প্রার্থনা করি মানুষের জন্য। ভগবান সহায়।
সৃষ্টিকর্তা সর্ব শক্তিমান।
দয়াল তোমাতেই মঙ্গল খুঁজে ফিরি।