আমরা কতটা সভ্য হয়েছি কেউ বলতে পারেন? যেখানে মেয়েদেরকে এই ভাবে যাতায়াত করতে হচ্ছে। ছবিটি বেশ কয়েক দিন আগে ঢাকার ঠাটারি বাজারের পাশের রাস্তা থেকে নেয়া। চলন্ত গাড়িতে বসে তারা হুড়ো করে নেয়া বলে ছবিটি ঝাপসা এসেছে কিন্তু এটা কোন ব্যাপার নয় ইহারা মেয়ে নয় ইহারা গার্মেন আফা। কাজেই কোন অসুবিধা নাই।
12 thoughts on “নিত্য পথে প্রান্তরে-৪”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
শত অসুবিধেতেও এরা মন খারাপ করে না। দমে যায় না। এরাই প্রকৃত। আমরা মেকী ঠাঁটবাটের। ওরা কষ্ট জয় করতে জানে; আমরা নই।
ঠিক বলেছেন কেমন করে কোথা থেকে যেন এরা শক্তি পায়!
আমাদেরএ্ই পথ চলাতেই আনন্দ। নিরানন্দ নয় খালিদ ভাই। ভালোবাসায় …
পতজেই যাদের ঘর তাদের আবার নিরানন্দ হবে কেন, তারা ভালই আছে।
ঠিক কথা
অবাক হলেও এটাই সঠিক।
ইহারা মেয়ে নয় ইহারা গার্মেন আফা। কাজেই কোন অসুবিধা নাই।
অথচ এরাই কোটি কোটি টাকা রোজগার করে দিচ্ছে মালিককে, সরকারকে।
এভাবেই জীবন ওদের।
এইতো জীবন!
গার্মেন আফাদের কোন অসুবিধা নাই।
কারন গার্মেন আফারা সেলাই মেশিনি এর চেয়ে বেশি কিছু নয়।