এই তো দেখছি চারিদিকে এখনকার চল

আজকালকার প্রেম মানেই বিছানায় যাওয়া
ভালোবাসা মানে মন ছোঁয়ার আগেই শরীর ছোঁয়া
চোখে চোখে ভালোলাগার ঈশারা হতে না হতেই বিছানায় শোওয়া,
বড্ড ভালগার হয়ে গেলো, তাই না?
কি করব বল?
এই তো দেখছি চারিদিকে এখনকার চল
ভালোবাসার ছল;

আমি তোকে ভালোবেসেছি মন ছুঁয়ে ছুঁয়ে
তুই আমায় মন দিয়ে ভালোবেসেছিস প্রেমে বিভোর হয়ে
আমাদের মাঝে শরীর কথা বলে নি
বিছানা ডাকে নি
তাই বলে কি ভালোবাসার কমতি আছে আমাদের মাঝে?
আমরা বড্ড সেকেলে, তাই না?
আমরা মনে মনেই প্রেম করি মন ছুঁয়ে ছুঁয়ে।

10 thoughts on “এই তো দেখছি চারিদিকে এখনকার চল

  1. আজকালকার প্রেম জেনে আফসোস হয় … বিকজ আমাদের প্রেম ছিলো গত পরশুর। নগদের ব্যাপার স্যাপার ছিলো না, খালি বাকি আর বাকি। ধার দেনায় ভরপুর। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Confused.gif.gif

    1. হ ভাই 

       

      এহন বুঝি – বাকির নাম ফাঁকি 😉   

  2. আমি তোকে ভালোবেসেছি মন ছুঁয়ে ছুঁয়ে। দৈহিক পবিত্রতা বলতে একটা কথা আছে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. আপনে দেহি পুরাইনা খেয়ালের মানুষ! 

      আপনারে দিয়া কিছু হইব না।  😉  

  3. বেশ অনুভূতির প্রকাশ কবি দা

  4. যাত্রা পথের ম্যাপ দেখছি। তারমানে অন দ্য ওয়ে আছেন। অসাধারণ কবিতা পড়ে চলে গেলাম কবি। ভালো থাকুন কবি যাযাবর ভাই। ভালোবাসা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. ধন্যবাদ দাদা 

      দেখি, যাত্রা পথে আমাদের কোথাও দেখা হয় নাকি!! 

       

  5. নিজস্বতা বাদে পরিস্থিতির বর্ণনা যুগপত। ঘনিষ্ট বেষ্টনীর এই বেড়াজাল মহামারীর মতো ছড়াচ্ছে। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।