শব্দনীড়ের সবাইকে পহেলা আষাঢ়ের শুভেচ্ছা

আষাঢ়ের ঝরঝর হবে শুরু আজ,
ঐ দেখা যায় আকাশে মেঘের সাজ।
দেবায় দিয়েছে ডাক, শব্দ ঘড়ঘড়;
শুরু হবে মুষলধারায় বৃষ্টি ঝরঝর।

____________________
শুভেচ্ছান্তে: নিতাই বাবু।

নিতাই বাবু সম্পর্কে

নিতাই বাবু ২০১৫ সালে তিনি শখের বশে একটা ব্লগে রেজিষ্ট্রেশন করে লেখালেখি শুরু করেন।তিনি লিখতেন নারায়ণগঞ্জ শহরের কথা। লিখতেন নগরবাসীর কথা। একসময় ২০১৭ সালে সেই ব্লগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্লগ কর্তৃক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র জনাব সাঈদ খোকন সাহেবের হাত থেকে ২০১৬ সালের সেরা লেখক সম্মাননা গ্রহণ করেন। সাথে নগর কথক উপাধিও পেয়ে যান। এরপর সেই ব্লগে লেখালেখির পাশাপাশি ২০১৮ সালের জুলাই মাসে তিনি শব্দনীড় ব্লগে রেজিষ্ট্রেশন করেন। শব্দনীড় ব্লগে উনার প্রথম লেখা "আমি রাত জাগা পাখি" শিরোনামে একটা কবিতা। তিনি চাকরির পাশাপাশি অবসর সময়ে লেখালেখি পছন্দ করেন এবং নিয়মিত শব্দনীড় ব্লগে লিখে যাচ্ছেন।

17 thoughts on “শব্দনীড়ের সবাইকে পহেলা আষাঢ়ের শুভেচ্ছা

  1. আপনাকেও পহেলা আষাঢ়ের শুভেচ্ছা মি. নিতাই বাবু।

    1. শুভ আষাঢ়ের শুভেচ্ছা সহ অনেক অনেক ভালোবাসাও থাকলো। আশা করি ভালো থাকবেন সবসময় শ্রদ্ধেয় কবি দাদা।

  2. পহেলা আষাঢ়ের শুভেচ্ছা জানবেন দাদা ভাইজান। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    1. আপনাকেও আমার পক্ষ থেকে শুভ পহেলা আষাঢ়ের শুভেচ্ছা ! আশা করি ভালো থাকবেন শ্রদ্ধেয় কবি দাদা।

  3. আষাঢ়ের শুভেচ্ছা প্রিয় কবি দা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. আমার শ্রদ্ধেয় কবি রিয়া দিদিকেও জানাই পহেলা আষাঢ়ের শুভেচ্ছা। আশা করি সপরিবারে ভালো থাকবেন। 

  4. রিমঝিম বরষায় অবারিত শুভেচ্ছা নিতাই বাবু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif.gif

    1. পহেলা আষাঢ়ের শুভেচ্ছা রইল, শ্রদ্ধেয় কবি সুমন দাদা।

  5. এক রাশ ভালোবাসা কবি নিতাই বাবু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. পহেলা আষাঢ়ের শুভেচ্ছা রইল, শ্রদ্ধেয় কবি সৌমিত্র দাদা। সাথে থাকলো এক নদী ভালোবাসাও।

    1. পহেলা আষাঢ়ের শুভেচ্ছা রইল, শ্রদ্ধেয় কবি শাকিলা দিদি।

  6. আপনাকে বৃষ্টি শুভেচ্ছা শ্রদ্ধেয় https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif  

    1. আষাঢ়ের শুভেচ্ছা আপনাকেও। আশা করি ভালো থাকবেন সবসময়। 

  7. কদমের শুভেচ্ছা নিবেন কবি দা

    1. আষাঢ়ের শুভেচ্ছার সাথে থাকলো একগাদা কদম ফুল।

মন্তব্য প্রধান বন্ধ আছে।