আষাঢ়ের ঝরঝর হবে শুরু আজ,
ঐ দেখা যায় আকাশে মেঘের সাজ।
দেবায় দিয়েছে ডাক, শব্দ ঘড়ঘড়;
শুরু হবে মুষলধারায় বৃষ্টি ঝরঝর।
____________________
শুভেচ্ছান্তে: নিতাই বাবু।
আষাঢ়ের ঝরঝর হবে শুরু আজ,
ঐ দেখা যায় আকাশে মেঘের সাজ।
দেবায় দিয়েছে ডাক, শব্দ ঘড়ঘড়;
শুরু হবে মুষলধারায় বৃষ্টি ঝরঝর।
____________________
শুভেচ্ছান্তে: নিতাই বাবু।
মন্তব্য প্রধান বন্ধ আছে।
আপনাকেও পহেলা আষাঢ়ের শুভেচ্ছা মি. নিতাই বাবু।
শুভ আষাঢ়ের শুভেচ্ছা সহ অনেক অনেক ভালোবাসাও থাকলো। আশা করি ভালো থাকবেন সবসময় শ্রদ্ধেয় কবি দাদা।
পহেলা আষাঢ়ের শুভেচ্ছা জানবেন দাদা ভাইজান।
আপনাকেও আমার পক্ষ থেকে শুভ পহেলা আষাঢ়ের শুভেচ্ছা ! আশা করি ভালো থাকবেন শ্রদ্ধেয় কবি দাদা।
আষাঢ়ের শুভেচ্ছা প্রিয় কবি দা।
আমার শ্রদ্ধেয় কবি রিয়া দিদিকেও জানাই পহেলা আষাঢ়ের শুভেচ্ছা। আশা করি সপরিবারে ভালো থাকবেন।
রিমঝিম বরষায় অবারিত শুভেচ্ছা নিতাই বাবু।
পহেলা আষাঢ়ের শুভেচ্ছা রইল, শ্রদ্ধেয় কবি সুমন দাদা।
এক রাশ ভালোবাসা কবি নিতাই বাবু।
পহেলা আষাঢ়ের শুভেচ্ছা রইল, শ্রদ্ধেয় কবি সৌমিত্র দাদা। সাথে থাকলো এক নদী ভালোবাসাও।
গুচ্ছ শুভকামনা কবি ভাই।
পহেলা আষাঢ়ের শুভেচ্ছা রইল, শ্রদ্ধেয় কবি শাকিলা দিদি।
আপনাকে বৃষ্টি শুভেচ্ছা শ্রদ্ধেয়
আষাঢ়ের শুভেচ্ছা আপনাকেও। আশা করি ভালো থাকবেন সবসময়।
কদমের শুভেচ্ছা নিবেন কবি দা
আষাঢ়ের শুভেচ্ছার সাথে থাকলো একগাদা কদম ফুল।