===================
ঐ সবুজ পাহাড় ছিল-
আরস ধ্বনিত হচ্ছিল-
আর বাবা শব্দ যেনো
ফুল বাগিচায় দুলছিল!
আর সাতাসমান জুড়ে শুধু
বাবাদের কি আনন্দ উল্লাস-
জলভূমিতে একটু দো-শ্বাস;
তবুও বাবাই জগৎময় আলো-
বাবা আছে বলে- এতো প্রণয়ের সৃষ্টি;
বাবা তুমি অক্ষয়, চিরঞ্জীবী-
এ ফসলের মাঠে বাবা তোমার জয়।
০৩ আষাঢ় ১৪২৬, ১৭ জুন ১৯
——————————————-
সাত আসমান জুড়ে শুধু বাবাদের আনন্দ উল্লাস- জলভূমিতে একটু দো-শ্বাস। সাতাসমান শব্দটি পড়ে অর্থ বুঝতে পারছিলাম না। শুভেচ্ছা কবি আলমগীর সরকার।
জ্বি মুরুব্বী দা সাত আসমান= সাতাসমান
বাবা দিবসের অনেক শুভেচ্ছা নিবেন
ভাল থাকুন———-
জয় হোক পৃথিবীর সকল বাবাদের। জয় হোক লেখকের। সাথে পৃথিবীর সকল বাবার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।
জ্বি প্রিয় কবি বাবু দা
বাবা দিবসের অনেক শুভেচ্ছা নিবেন
ভাল থাকুন———-
বাবা আছে বলে- এতো প্রণয়ের সৃষ্টি কিনা জানিনা তবে বাবা জগৎময় আলো।
জ্বি প্রিয় কবি রিয়া দিদি
বাবা দিবসের অনেক শুভেচ্ছা নিবেন
ভাল থাকুন———-
ভালোবাসা কবি আলমগীর লিটন ভাই।
জ্বি প্রিয় কবি সৌমিত্র দা
বাবা দিবসের অনেক শুভেচ্ছা নিবেন
ভাল থাকুন———-
বাবা'র জয় হোক এভাবেই। অভিনন্দন কবি আলমগীর ভাই।
জ্বি প্রিয় কবি সুমন দা
বাবা দিবসের অনেক শুভেচ্ছা নিবেন
ভাল থাকুন———-
খুব সুন্দর উপস্থাপনা। শুভেচ্ছা রইলো।
জ্বি প্রিয় কবি সাইদুর দা
বাবা দিবসের অনেক শুভেচ্ছা নিবেন
ভাল থাকুন———-
বাবার জন্য বিনম্র শ্রদ্ধা। শুভ বাবাদিবস
জ্বি প্রিয় কবি রুকশানা আপু
বাবা দিবসের অনেক শুভেচ্ছা নিবেন
ভাল থাকুন———-
বাবার জন্য অফুরন্ত ভালোবাসা। বেশ লিখেছেন ভাই।
জ্বি প্রিয় কবি দোয়েল দা
বাবা দিবসের অনেক শুভেচ্ছা নিবেন
ভাল থাকুন———
শুভেচ্ছা কবি আলমগীর ভাই।
জ্বি প্রিয় কবি তুবা আপু
বাবা দিবসের অনেক শুভেচ্ছা নিবেন
ভাল থাকুন———
চিরঞ্জীবী হোক এই ফসলের মাঠে বাবা তোমার জয়।
জ্বি প্রিয় কবি সাইদ দা
বাবা দিবসের অনেক শুভেচ্ছা নিবেন
ভাল থাকুন———