কাল্পনিক- ৪

ভালোবাসার ঘোলা জলে কে প্রথম সাঁতরে পাড়ি দিয়েছিলাম
গায়ে কাদা লাগার ভয়ে আজ আর মনে পরে না।
তবু হুড তোলা রিক্সায় যখন বৃষ্টির ছিটেফোঁটা
এসে চোখের পাতায় কাঁপন ধরায় কিংবা শীতের রাতে
চাঁদের আলোয় কুয়াশায় যখন সব কিছু সাদা হয়ে যায় অথবা
চৈত্রের দুপুরে ক্লান্ত হয়ে গাছের ছায়ায় বসে একাকি একা;
কেউ বলে না তোমার মাঝে আমাকে লুকিয়ে রাখো।

এখন শুধুই তোর জন্য ভাবনা ভাবি না,
এখন নিজের জন্য হিসেবী হতে পারি না,
মন চায় না এক দুপুরে আর হারিয়ে যেতে;
শুধু ময়লা গুলো গায়ে লাগার ভয়ে যতটা সম্ভব
সবকিছু পাশ কাটিয়ে চলি।
যৌবনের মত আর তৃষ্ণায় কাতর হয়ে
দুহাত কারো দিকে বাড়িয়ে ধরি না
কুসুম গরম হাতটি পাবার আশায়।

তবুও খেলা চলে নিজের অজান্তে নিজের সাথে,
তবুও কাদা লাগার পবিত্র ঋণ আমাকে চিন্তামগ্ন করে;
তবুও হাতের ফাঁক দিয়ে কলমের কালিতে
তোকে নিয়ে পদ্য বের হয়;
তবুও জীবনের স্বাধীনতাটুকু তোর কারণেই
লাশকাটা ঘরে হেটে চলে গলিত হৃদয়ের আশায়।

7 thoughts on “কাল্পনিক- ৪

  1. জীবনের স্বাধীনতাটুকু তোর কারণেই। এখানে কবিতার দারুণ একটি রূপ প্রকাশ পেয়েছে। :)

  2. চৈত্রের দুপুরে ক্লান্ত হয়ে গাছের ছায়ায় বসে একাকি একা;
    কেউ বলে না তোমার মাঝে আমাকে লুকিয়ে রাখো।

    চমৎকার রোম্যান্টিক কবিতা প্রিয় মন দা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  3. অনিয়মিত ক্রম সংখ্যার কাল্পনিক পর্ব পড়ে চলেছি। মাঝের অংশ পাইনি।
    ভালোবাসা ভালোবাসা খেয়ালী মন ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  4. ক্লাসিক কবিতা। আপনি তো চমৎকার লিখেন খেয়ালী ভাই। নিয়মিত নয় কেনো?

  5. "এখন শুধুই তোর জন্য ভাবনা ভাবি না,
    এখন নিজের জন্য হিসেবী হতে পারি না,
    মন চায় না এক দুপুরে আর হারিয়ে যেতে;
    শুধু ময়লা গুলো গায়ে লাগার ভয়ে যতটা সম্ভব
    সবকিছু পাশ কাটিয়ে চলি।"

     

    ভালো লাগলো ।  

  6. আপনার কল্প এবং শব্দ শক্তিকে সম্মান করি। 

  7. বিরল আপনার কল্পনা শক্তি।

মন্তব্য প্রধান বন্ধ আছে।