এদিন যেন নির্জন তটে বিষণ্ণ দিন,
এদিন যেন আর ফিরে না পাওয়ার দিন।
ভরদুপুর, মধ্য পুকুর,
জলের সুরে ব্যর্থ মনবীণ–দূর কোথা যেন লীন।
এদিন যেন হঠাৎ চাওয়া দিন,
এদিন যেন ধান শালিকের অশ্রু মলিন।
মেঘলা দুপুর, বিষণ্ণ মন,
ঝরা বকুল সুতো ই গাঁথা –অচিন কারুর মুখ।
এদিন যেন স্নিগ্ধ সজল বৃষ্টি ভেজা দিন,
এদিন চালতা শাদা, কেয়া যূঁথির নবপুষ্প দিন।
পদ্মপুকুর, জলের নূপুর,
মনের সীমান্ত ছুঁয়ে ব্যস্ত নগর– একটু তৃষ্ণার জল।
এদিন যেন তোমার নিবিড় ঘন বুক,
এদিন যেন অনন্ত পূর্ণিমা, স্বপ্ন চারণ ভূমি।
ম্লান ঠোঁটে অনন্ত মহড়া,
ছন্নছাড়া মনে নিত্যরঙে চঞ্চল –ব্যথিত চোখের জল।
১৭/০৬/১৯
কবিতার কথা গুলোন যেন কাট্ কাট্ কনসেন্ট্রেটেড ভাবে উঠে এসেছে মি. পথিক সুজন। আরও সুপেয় উপাদান দেয়া কিন্তু সম্ভব ছিলো। এনিওয়ে থ্যান্কস ফর এভরিথিং।
কৃতজ্ঞতা শ্রদ্ধেয় সুন্দর মতামতের জন্যে।
শুভেচ্ছা জানবেন শ্রদ্ধেয়
কবিতার জয় হোক কবি।
হোক জয়,,,শুভেচ্ছা জানবেন
বেশ সুন্দর করে লিখেছেন কবিতাটি।
অনেক অনেক শুভেচ্ছা জানবেন
শুভেচ্ছা কবি পথিক সুজন ভাই।
আন্তরিক শ্রদ্ধা জানবেন
এদিন যেন স্নিগ্ধ সজল বৃষ্টি ভেজা দিন,
এদিন চালতা শাদা, কেয়া যূঁথির নবপুষ্প দিন।
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানবেন
ভালোবাসা কবি পথিক সুজন ভাই।
ভালোবাসা নিলাম , ,কৃতজ্ঞতা জানবেন ভাইয়া