কে সুখী কে দুখী?

কে সুখী কে দুখী?

সুখের আশা সবাই করে
দুখের আশা করে না,
সুখ হলো ক্ষণিকের জন্য
সারাজীবন সাথে থাকে না!

সুখ হারামী, বেঈমান, স্বার্থপর
দুখের সময় দেয় গা-ঢাকা!
যখন আসে শান্তির খবর,
তখন এসে দেয় দেখা।

দুঃখ হলো সবার সাথী
সবার মাঝে থাকে সে,
মান নেই, অহংকার নেই;
সুখের সময়ও থাকে সে!

ধনী গরিব রাজা বাদশা
জাতি, ধর্ম, বর্ণ, নির্বিশেষে,
দুঃখ আছে সবার মাঝে
কখনো প্রকাশ্যে, কখনো ছদ্মবেশে।

যার আছে দুখ সে-ই জানে
দুঃখ নিয়ে কাঁদে ক্ষণেক্ষণে,
সুখে থাকলে সবাই জানে
দুঃখ রাখে আড়ালে, গোপনে।

সুখ নেই রাজপ্রসাদে কুঁড়েঘরে
দুঃখ থাকে সবসময় সবখানে,
নশ্বর ভবসংসারে কে সুখী–
কে দুখি, কেবল বিধাতাই জানে।

নিতাই বাবু সম্পর্কে

নিতাই বাবু ২০১৫ সালে তিনি শখের বশে একটা ব্লগে রেজিষ্ট্রেশন করে লেখালেখি শুরু করেন।তিনি লিখতেন নারায়ণগঞ্জ শহরের কথা। লিখতেন নগরবাসীর কথা। একসময় ২০১৭ সালে সেই ব্লগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্লগ কর্তৃক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র জনাব সাঈদ খোকন সাহেবের হাত থেকে ২০১৬ সালের সেরা লেখক সম্মাননা গ্রহণ করেন। সাথে নগর কথক উপাধিও পেয়ে যান। এরপর সেই ব্লগে লেখালেখির পাশাপাশি ২০১৮ সালের জুলাই মাসে তিনি শব্দনীড় ব্লগে রেজিষ্ট্রেশন করেন। শব্দনীড় ব্লগে উনার প্রথম লেখা "আমি রাত জাগা পাখি" শিরোনামে একটা কবিতা। তিনি চাকরির পাশাপাশি অবসর সময়ে লেখালেখি পছন্দ করেন এবং নিয়মিত শব্দনীড় ব্লগে লিখে যাচ্ছেন।

16 thoughts on “কে সুখী কে দুখী?

  1. সুখের আশা সবাই করে
    দুখের আশা করে না,
    সুখ হলো ক্ষণিকের জন্য
    সারাজীবন সাথে থাকে না! 

    পারফেক্ট নিতাই বাবু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. সুন্দর মূল্যবান মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদের সাথে শুভকামনা থাকলো। আশা করি ভালো থাকবেন শ্রদ্ধেয় কবি সুমন দাদা।

  2. মূল কথাটি এখানে, যখন আপনি বলেন … নশ্বর ভবসংসারে কে সুখী–
    কে দুখি, কেবল বিধাতাই জানে। শতভাগ সত্য মি. নিতাই বাবু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif

    1. সুন্দর মূল্যবান মন্তব্যের জন্য শ্রদ্ধার সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি শ্রদ্ধেয় কবি দাদা। 

  3. আমরা সবাই সুখী আবার সবাই দুখী কবি দা। কাউকে বলি না। 

    1. এই জগতের সবাই সুখ নিয়ে বড়াই করে, গর্ব করে। কিন্তু সুখ যে তাঁর ক্ষণিকের ছোঁয়া সেটা আমরা আর কেউ বুঝতে চায় না, দিদি। ক্ষণস্থায়ী সুখের গর্বে সময় সময় সুখীদের সামনে যাওয়া যায় না। সুখ চলে গেলে দেখি, যেন এই ভবঘুরে কাঙালের মতন। 

  4. দুঃখ সুখ আর খুঁজি না। ঈশ্বর যেভাবে চালান তাতেই সন্তুষ্ট থাকি। আপনিও থাকুন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. আমি যখন যে অবস্থায় থাকি, সেটাকে আমি সুখই বলি শ্রদ্ধেয় দাদা। কখনো মোটামুটি বলি না, বলতে পারিও না। বলি, "ভালো আছি আছি দাদা। আপনি কেমন আছেন?"

  5. কবিতাটি পড়ে মুগ্ধ হলাম শ্রদ্ধেয়,,,, সুন্দর প্রকাশ, ,, 

    শুভেচ্ছা জানবেন,,,       

    1. সুন্দর মন্তব্যের জন্য অজস্র ধন্য জানবেন শ্রদ্ধেয় সুজন দাদা। 

  6. কেউ সুখি নই। সুখির অভিনয় করি।

    1. ঠিক তা-ই শ্রদ্ধেয় কবি সাঈদ দাদা। সুখ দেখা যায়, দুখ দেখা যায় না বিধায়; বুঝা যায় না– লোকটির দুঃখ আছে কিনা!

  7. দুঃখ আর সুখ আমাদের চিরন্তন সঙ্গী। 

    1. ঠিক তা-ই শ্রদ্ধেয় কবি শাকিলা দিদি। মন্তব্যের জন্য অজস্র ধন্যবাদ জানবেন। 

  8. হু সুখ দুঃখ অনুভূতির প্রকাশ কবি দা

    1. ঠিক বলেছেন শ্রদ্ধেয় কবি আলমগীর দাদা। যার দুঃখ আছে সে-ই বলতে পারে, অপরে শুধু অনুভব করতে পারে। ধন্যবাদ শ্রদ্ধেয় কবি দাদা।

মন্তব্য প্রধান বন্ধ আছে।