স্বপ্নভঙ্গের নিঃশব্দ আর্তনাদ

আমি ছোট একটা শহরের রাস্তায়, একটা পাগলী কে কয়েকবার দেখেছিলাম। একটা ভ্যানিটিব্যাগ কাঁধে ঝুলিয়ে, সম্ভব সুন্দর ভাবে সালোয়ার কামিজ পড়ে, যতটা সম্ভব সেজেগুজে রাস্তায় ঘুরে বেড়াতো। খুব ছোট মেয়েরা যেমন ঠোঁটে লিপস্টিক দেয়, শাড়ি পড়তে চায়, বড়দের মত আচরণের অভিনয় করে। সেই প্রবৃত্তিই হয়তো তাকে এভাবে তাড়িত করতো। খুব ছোটবেলায় সে যখন দেখতো, মেয়েরা কত সুন্দরভাবে সেজেগুজে কলেজ, ভার্সিটি বা অফিস যায়। তখন তারও হয়তো ইচ্ছা হতো তেমনি সেজেগুজে রাস্তা দিয়ে হাঁটার, এই সমাজে তেমনই সুন্দর অভিজাত ভাবে নিজেকে উপস্থাপন করার।

বাস্তবতা যখন সেই দুর্নিবার ইচ্ছাকে ছাড়খার করে দিলো, তখনো সে হয়তো অভিনয় বা কল্পনায় ইচ্ছাপূরণ করার চেষ্টা করে গেছে। ইচ্ছা বা স্বপ্ন ছাড়া মানুষ বাঁচে না, বা যেভাবে বাঁচে তাকে বাঁচা বলেনা। তখন অনেকে ইচ্ছামৃত্যু বেছে নেয়, অনেকে অনুভূতিহীন উদাস হয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে, কেউ কেউ আমার মত ঐশ্বরিক সাহায্যের জন্য প্রার্থনা করতে থাকে। মার্টিল লুথার কিং এর “আই হ্যাড এ ড্রিম”ই শুধু নয়। পৃথিবী সব মানুষই একেকজন মার্টিন লুথার কিং।

18 thoughts on “স্বপ্নভঙ্গের নিঃশব্দ আর্তনাদ

  1. ইচ্ছা বা স্বপ্ন ছাড়া মানুষ বাঁচে না, বা যেভাবে বাঁচে তাকে বাঁচা বলেনা। তখন অনেকে ইচ্ছামৃত্যু বেছে নেয়। কথাটি অস্বীকার করার কোন সুযোগ নেই যাযাবর ভাই। 

    আপনার লিখা তো পড়ি ভাইজান। ইচ্ছে করলে এই গরীবের লিখাতেও আপনার হাতের ধুলা দেখতে মন চায়। নইলে আপনার পোস্টে আসার ইচ্ছেটাই মরে যাবে। আফটার অল আপনি একজন পাঠক।  https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. দাদা, আপনি আমার প্রিয় লেখকের তালিকায় আছেন?  আমি সবার লেখাই পড়বো এবং মতামতও জানাবো। বিশেষত যাদের সাথে নিয়মিত কথা হচ্ছে এখানে। মাথাটা ধরে আছে এখন, তারপরেও আমি নিজের একটা লেখা এখন এডিট এবং ফাইন টিউনিং করবো। রাতে আবার চা কফি খেয়ে অন্যদের লেখা গুলো পরবো এবং আমার লেখায় কমেন্টগুলোর উত্তর দিবো। এটা সকাল থেকেই ঠিক করে রেখেছি।

      আপনাকে আবার স্যালুট দাদা https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    2. আপনারা সব কাণ্ডারি, রথিমহারথিরা সবাই একসাথে ষড়যন্ত্র করে, কোথায় হারিয়ে গেলেন? 

  2. আপনার লিখায় হিডেন বার্তা থাকে। জীবনের ব্যস্ততায় কখনও চোখে পড়ে কখনও হয়তো চোখের আড়াল হয়ে যায়। পড়তে গিয়ে চোখ ব্যথা হয়ে যায়। শুভেচ্ছা জানবেন ভাই।

    1. ধন্যবাদ সুমন ভাই, আপনার মন্তব্য যেন একটা গোল্ড মেডেল। কৃতজ্ঞতা https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    2. আপনারা সব কাণ্ডারি, রথিমহারথিরা সবাই একসাথে ষড়যন্ত্র করে, কোথায় হারিয়ে গেলেন? ঘটনা কি? 

    1. আপনার কাছেও সুন্দর লেগেছে?  আমার লেখা? অনেক  সাহস পেলাম দিদি https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    2. আপনারা সব কাণ্ডারি, রথিমহারথিরা সবাই একসাথে ষড়যন্ত্র করে, কোথায় হারিয়ে গেলেন? ঘটনা কি? 

  3. স্বপ্নভঙ্গের নিঃশব্দ আর্তনাদ পড়লাম। 

    1. আপনারা সব কাণ্ডারি, রথিমহারথিরা সবাই একসাথে ষড়যন্ত্র করে, কোথায় হারিয়ে গেলেন? ঘটনা কি? 

  4. অসাধারণ প্রেজেন্টেশন। ধন্যবাদ মি. যাযাবর সাজ্জাদ।

    1. ওয়াও, তাই নাকি মুরুব্বী। স্যালুট আপনাকে https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    2. আপনারা সব কাণ্ডারি, রথিমহারথিরা সবাই একসাথে ষড়যন্ত্র করে, কোথায় হারিয়ে গেলেন? ঘটনা কি? 

  5. পৃথিবী সব মানুষই একেকজন মার্টিন লুথার কিং। :(

    1. আপনারা সব কাণ্ডারি, রথিমহারথিরা সবাই একসাথে ষড়যন্ত্র করে, কোথায় হারিয়ে গেলেন? ঘটনা কি? 

মন্তব্য প্রধান বন্ধ আছে।