গল্পের সীমানায়
জীবনের গল্পে প্রত্যাবর্তন করবো
এই ভেবে বস্তাবন্দীকরণ প্রক্রিয়া শুরু
এতোদিনের অগোছালো গল্পের কিনারা
লাগাতে হবে, গল্পহীন প্রান্তর অনেক দেখেছি
অনেক হাঁটা হলো শূন্য গল্পের সীমানায়
অযোগ্য আস্ফালনের পরিমাণ যাচাই হলো
অগল্পের ময়দানে অনেক ত্যাগিত হলো শরীরের ঘাম
জীবনের নিষ্ফলতায় কাটিয়ে দিলাম দীর্ঘদিন
এবার কিছু ফলের সন্ধান হউক
বন্ধ্যা ভূমির অপর পাশে উর্বরা সবুজ ক্ষেত
যেখানে গ্রহণ বারোমাস তাকে নিয়তি ভেবে
চূড়ান্ত পর্যন্ত বসে থাকবো কেন
বরং গ্রহণ উত্তর সময়ের সন্ধানে পা বাড়ানো
উত্তম, সূর্যালোকে নিজের প্রতিবিম্ব প্রতিস্থাপন
করে নিজেকে প্রমাণিত করতে হবে
জগতকে জানাতে হবে নিজেরও এক গল্প
আছে, অন্যের গল্পের মতো হাত পা নাড়িয়ে
নিজেকে জানান দিতে হবে
আর কতো অন্যের গল্পের ক্ষুদ্র চরিত্র হয়ে থাকা
আর কতো অন্যের ছায়ায় নিজেকে আড়াল করা
নিজের গল্প নিজের জবানিতে লিখতে হবে
নিজেকে উন্মোচন করে ফিরতে হবে
নিজের কাছে, নিজের কায়ায় প্রতিষ্ঠিত
করতে হবে নিজের ছায়া
অন্যের অঙ্গুলি নির্দেশনায় মঞ্চ কাঁপানো
থামিয়ে দর্শককে জানাতে বসে
পরিপাটি পোষাকের নেপথ্য কথা
এইখানে এক গল্প ছিল, এইখানে
এক গল্প আছে… দ্বিধা ঝেড়ে
বলে যেতে হবে অলিখিত গল্পকথা
অযোগ্য আস্ফালনের পরিমাণ যাচাই হলো
অগল্পের ময়দানে অনেক ত্যাগিত হলো শরীরের ঘাম।
ধন্যবাদ।
ধন্যবাদ।
এবার কিছু ফলের সন্ধান হউক –
বন্ধ্যা ভূমির অপর পাশে উর্বরা সবুজ ক্ষেত যেখানে গ্রহণ বারোমাস। সুন্দর।
ভালো কবিতা।