কোথাও স্থবিরতা নেই
দেখো এই দিব্যি কেটে যাওয়া
দিন অনন্তের সুর,
আর দিগন্তের গোধূলি রাঙা
বেলা, পশ্চিমে ঢলে পড়া সূর্য।
একইরকম ভাবে ছুটছে আমার সাথে
এই সন্ধ্যাকর আকাশ
ভরাট রশ্মির চাঁদ, মেঘ ফেড়ে
ছেয়ে যাবে বুদ্বুদ তারায়।
দেখো দিব্যি এই কেটে
যাবে রাত, তরতর করে এগিয়ে
যাওয়া সেকেন্ড থেকে মিনিট
তারপর ঘন্টা,তারপর দিন,
মাস বছর, এভাবেই কেটে যাবে
নিদারুণ, কেটে যাবে
শত সময় শত অবসর
জীবনের ধূলিমাখা পথ।
একদিন এই অনন্তের
পথে স্মৃতিগুলো আটকে দিবে
থমকে যাওয়া পথ
যে নদীর যৌবন বেলা মিথ্যা গড়া অহংকারে ধ্বংস হয়েছে সব।
চমৎকার ফটোগ্রাফির সাথে অন্তরঙ্গ কবিতা উপহার। সুন্দর প্রিয় শামীম বখতিয়ার।
ধন্যবাদ শুভকামনা ও ভালোবাসা রইলো ভাইয়া। কবিতার কথোপকথন অনেক মানুষের আত্মরূপ পরিলক্ষিত হলেও কবিতা তাঁর জায়গা থেকে সমুজ্জ্বল।
একদিন এই অনন্তের
পথে স্মৃতিগুলো আটকে দিবে
থমকে যাওয়া পথ
যে নদীর যৌবন বেলা মিথ্যা গড়া অহংকারে ধ্বংস হয়েছে সব।
অভিনন্দন শামীম ভাই।
একরাশ ভালোবাসা সুমন ভাই।অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা
এভাবেই আমাদের সময় কেটে যাচ্ছে কবি। সময় শুধু ফুরিয়ে যাচ্ছে! দিন যাচ্ছে, মাস যাচ্ছে, বছর যাচ্ছে। তারপর যুগের পর যুগ চলে যাবে।
ধন্যবাদ দাদা। সময় যতদূর এগিয়ে যায় যতটা তাড়াতাড়ি ফুরিয়ে যায় তাঁর চেয়ে বেশি দ্রুততর ফুরিয়ে যায় মাানুষের আত্মপ্রকাশ আত্মচরিত আত্মচেতনা। আমরা চাইবো এসব ফুরিয়ে যাওয়া আগেই কিছু একটা করতে।
দারুণ কবিতা কবি বখতিয়ার ভাই। ভালোবাসা।
কবিতা কথা বলুক মানবচরিত জীবনের
কবিতা কথা বলুুক, হৃদয়ের। হোক কবিতা আর কবিতার ভাাষা। ভালো থাকুন সৌমিত্র দা।
অভিনন্দন প্রিয় কবি শামীম বখতিয়ার দা।
শুভকামনা জানবেন আপু। প্রীতি ও শুভেচ্ছা রইলো আপনার প্রতি।
শুভেচ্ছা জানবেন কবি।
অশেষ ধন্যবাদ আপু। ভালো থাকুন নিরন্তর