কুইনেলা

কুইনেলা

সম্ভাবনা যদি কোনো উৎকৃষ্ট ব্র্যান্ডের নাম হয় তবে আমি মোক্ষম উপায়ে বাঁচিয়ে দিতে পারি সাদা জাতের একটা ঘোড়া পরিবার। প্রাচীর ডিঙ্গাতে পারে এমন সব তেজী ঘোড়া রেসের জন্যে রেখে দেব। খোঁড়া মেয়ে হেঁটে যাবে, দৌড়ে যাবে মাইলের পর মাইল। ঘোড়দৌড় থামানো যাবেনা। ওদের সোনালী শরীর থেকে লবন দানার রূপালী স্রোতে ভেসে যাবে জংলী কোন রাত। হান্টার ছাপিয়ে ট্রেনিং দেবার জন্যে খোঁড়া মেয়ে আর দাঁড়িয়ে থাকবেনা বাইরে। শিক্ষিত পশুরা এক এক করে ঢুকে যাবে খোয়াড়ে।

তুমি শুনেছ? চীৎকারটা তবে তুমি-ই শুনেছ প্রথম। এ চীৎকার আত্মরক্ষার্থে নয়, দারুনভাবে জিতে যাবার। ট্রফি ঘুরবে হাতে হাতে, মারামারি-কাটাকাটি হবে আরও কত! পকেট ফুলিয়ে নিঃশব্দে মঞ্চ ছাড়বে কোচোয়ান।

রেসের মাঠ পড়ে আছে বিপর্যস্তু। মেয়েটি ঘোড়ার খুরে শক্ত করে এঁটে দিল নাল আর পরীক্ষা করছে পিঠের উল্কি আঁকা তকমা । খোঁড়া মেয়ে অভুক্ত বলেই ঘোটকীর বাটে ঠোঁট ডুবিয়ে দিল। সবাই বলল, এই মেয়েটি নষ্টা ভারী। ওদিকে রেস জেতা টাকা জুয়ার টেবিলে উড়তে উড়তে মদ হয়ে যাবে, হবে মেয়ে মানুষ। পা টেনে হাঁটলে সে আর মেয়ে থাকেনা, এই কথাটা মেয়েটি এখনো বুঝলোনা।

রাতের তারাগুলো লেজে জড়িয়ে পরিশ্রান্ত পশুরা ঘুমায়। বাজীকর ভালবেসে মেয়েটি খোলা আকাশ হয়, ঘোড়াদের সাথে রতিক্রিয়ায় খুলে দেয় ভাঁজ করা যৌবন। লেজের লোমে আগামীদিনের ক্লান্তি ভর করে। রেস আসলেই বড় ভয়ানক, তারো চেয়ে ভয়াবহ এইসব ব্র্যান্ডিং।

18 thoughts on “কুইনেলা

  1. লেজের লোমে আগামীদিনের ক্লান্তি ভর করে। রেস আসলেই বড় ভয়ানক। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. মুগ্ধ হলাম কবি শাকিলা তুবা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif.gif

  3. আপনার কবিতায় বাস্তবতা ফুটে উঠেছে শ্রদ্ধেয় শাকিলা দিদি। সত্যি একটা বাস্তবতার কবিতা পড়তে পেরেছি। শুভেচ্ছা জানবেন প্রিয় কবি।

    1. জীবনটাই এক কবিতা কবি নিতাই বাবু।  :)

  4. লিখাটি লা-জবাব কবি বোন শাকিলা তুবা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. ধন্যবাদ কবি সৌমিত্র চক্রবর্তী। :)

    1. ধন্যবাদ আবু সাঈদ আহমেদ ভাই। :)

  5. খুব হাইথট কিছু হবে, আমি তেমন বুঝলাম না। মাথার উপর দিয়ে গেলো তুবা দি। একটু কি বুঝিয়ে বলবেন?  প্রায় সবার লেখাই এতো জটিল, বুঝিই না কিছু। আমি জানি ভ্যালুর চেয়ে মোড়ক, তকমা, লেবেলের উপরই মূল্য বা গুরুত্ব নির্ভর করে। উপলব্ধি করেছি দাম এবং মার্কেটিং আসলে মনস্তাত্ত্বিক এবং উপস্থাপন এখানে অনেক গুরুত্বপূর্ণ। মানের মতই বা অধিকাংশ ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ এই উপস্থাপন এবং ব্রান্ডিং। 

    1. যতটুকু বুঝেছেন সেটাই ঠিক আছে ভাই। আমারও মাথা মোটা। বুদ্ধি কম।  :)

  6. তুবা সন্ন্যাসিনী,

    আপনারা সব কাণ্ডারি, রথিমহারথিরা সবাই একসাথে ষড়যন্ত্র করে, কোথায় হারিয়ে গেলেন? ঘটনা কি? 

    1. আছি তো। শরীরটা ভালো যাচ্ছে না ভাই। সবার শেষে আমি আসি। :) 

মন্তব্য প্রধান বন্ধ আছে।