বৃষ্টি কাব্য – ২
-লক্ষ্মণ ভাণ্ডারী
বৃষ্টি মানে মিষ্টি মেয়ে বৃষ্টি মানে জল
বৃষ্টি মানে মেঘ সৃষ্টি, গগন মণ্ডল।
বৃষ্টি মানে বারিধারা ঝরে অবিরল,
বৃষ্টি মানে রৌদ্রতপ্ত সিক্ত ধরাতল।
বৃষ্টি মানে নদীধারা কূল ভাঙা বন্যা,
বৃষ্টি মানে সৃষ্টি সুখ সৃষ্টিতে অনন্যা।
বৃষ্টি মানে চাতকের পিপাসার জল,
বৃষ্টি মানে সিক্ত মাটি মায়ের আঁচল।
বৃষ্টি মানে বৃষ্টিকাব্য কবিতা আমার,
বৃষ্টি মানে মেঘ বৃষ্টি খুশি সবাকার।
বৃষ্টি মানে কালমেঘে বিজুলির হাসি,
বৃষ্টি মানে মিষ্টি মেয়ে বৃষ্টি ভালবাসি।
বৃষ্টি নামে মেয়ে মোর থাকে দূরান্তরে,
বৃষ্টি ভেজা মিষ্টি দিনে বৃষ্টি কেন ঝরে?
বৃষ্টি ভেজা মিষ্টি দিনে করি নিমন্ত্রণ,
বৃষ্টি নিয়ে এসো বৃষ্টি, কহেন লক্ষ্মণ।
বৃষ্টি মানে প্রশান্তি। শুভেচ্ছা রইলো কবি লক্ষ্মণ ভাণ্ডারী।
সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম। অভিনন্দন রইল।
সাথে থাকুন, পাশে রাখুন।
জয়গুরু।
বৃষ্টি মানে চাতকের পিপাসার জল,
বৃষ্টি মানে সিক্ত মাটি মায়ের আঁচল।
সুন্দর মন্তব্যে তব ভরে ওঠে মন,
প্রীতি আর শুভেচ্ছা কবিবেন গ্রহণ।
সাথে রাখবেন এটা প্রতিনিয়ত প্রত্যাশা করি।
জয়গুরু!
বৃষ্টি ভেজা মিষ্টি দিনের নিমন্ত্রণ গ্রহণ করলাম ভাণ্ডারী ভাই।
সুন্দর মন্তব্যের জন্য আন্তরিক অভিনন্দন।
সাথে থাকবেন এটা প্রত্যাশা করি।
জয়গুরু।
খুব সুন্দর হয়েছে কবিতাটি প্রিয় কবি দা।
মন্তব্য মুগ্ধ ও অভিভূত হলাম কবি বোন ।
সাথেই থাকুন আর সাথে রাখুন।
জয়গুরু!
সুন্দর আয়োজন।
সুন্দর মন্তব্যে মুগ্ধ করলেন কবি দিদিভাই।
আন্তরিক প্রীতি আর শুভেচ্ছা জানাই।
জয়গুরু।