==========================
এখনো কিছু আটে কলার পুষ্টি সদ্য নাই
সময়েরও গণ্ডি অতিক্রম শুধু বোধহীন-
কেনো না তাদের মৃত্যুর কোন ভয় নেই;
শুকনো ঝরা পাতার মতো আয়োজ করে
বিশ্বাসটুকু নাই পুঁজাকৃত ফুলের !
তবুও তারা ভাল আছে এ ভুবন জুড়ে
কেনো না তারাই কলার গাছ বপন করে-
আর লাল মান্জুলের মতো বাঁচতে আনন্দ পায়
অতঃপর চিনে না আপন আটে কলার গন্ধ স্বাদ।
০৫ আষাঢ় ১৪২৬, ১৯ জুন ১৯
—————————————
নাহ্। আপনার কবিতা গুলোকে বুঝতে আমার এতো সমস্যা হয় কেনো বুঝলাম না কবি আলমগীর লিটন ভাই। প্লিজ একটু আমাদের কথা ভাবুন।
আমিও বুঝলুম না বস। ঈশ্বর বা দায়িত্বজ্ঞানহীন অভিভাবক কে কি বুঝানো হলো? লিটন ভাই?
জ্বি সৌমুত্র দা ও সাজ্জাদ দা কবিতাটা ভাবগভীরতা বুঝতে হবে না বুঝলে ত কবিতা স্বার্থ পর হলো
অশেষ ধন্যবাদ নিবেন—
ভাল থাকুন——
জ্বি সৌমুত্র দা এত সহজ কবিতাটা বুঝতে কষ্ট হলো একটু ভাব গভীরতা আছে কষ্ট করে বুঝতে হবে না বুঝলে ত কবিতা স্বার্থ পর হলো
অশেষ ধন্যবাদ নিবেন—
ভাল থাকুন——
কাঁচা বা আটে কলার গন্ধ আর স্বাদ পেলেই চলবে। শুভেচ্ছা আলমগীর ভাই।
জ্বি সুমন দা
অশেষ ধন্যবাদ নিবেন—
ভাল থাকুন——
কবিতাটি বুঝে নিলাম কবিবাবু।
জ্বি রিয়া দিদি বুঝার জন্য
অশেষ ধন্যবাদ নিবেন—
ভাল থাকুন——
আটে কলার গন্ধ হয় নাকি খেয়াল করি নাই।
জ্বি সাইদ দা কলার গন্ধ হয় গভীর বুঝতে হবে
অশেষ ধন্যবাদ নিবেন—
ভাল থাকুন——
অভিনন্দন প্রিয় বাউল কবি মি. আলমগীর সরকার।
জ্বি মুরুব্বী দা
অশেষ ধন্যবাদ নিবেন—
ভাল থাকুন——
ভালো প্রয়াশঃ।
জ্বি তুবা আপু
অশেষ ধন্যবাদ নিবেন—-
ভাল থাকুন——-
শুভেচ্ছা জানবেন শ্রদ্ধেয় কবি লিটন দাদা।
জ্বি বাবু
অশেষ ধন্যবাদ নিবেন—
ভাল থাকুন——