মাইডাস টাচ

পাঁচ লক্ষ কোটি টাকার ‘মাইডাস টাচ’ বাজেট স্পর্শে,
ক্ষুধা কাতর মানবাত্মার হলো কি কোনো পয়মন্ত প্রাক্কলন?
কথা ছিলো মধ্যম আয়ের এই দেশে বাজেট স্পর্শে
ক্রমশ বিলীন হবে অবিনাশী দারিদ্র্যের প্রলয় অশ্রুজল I
অতলান্ত উন্নয়নের জোয়ার, সুখ সমৃদ্ধির প্লাবনে দেশ আমার,
হবে দূর প্রাচ্যের কোনো সিংহ নগরী বা নিখোঁজ আটলান্টিস !
কিন্তু ‘কেউ কথা রাখেনি’-র বরুনার মতোই ধোকা দিয়েছে কেউ,
অপ্রাপ্তির ডালি সাজিয়ে ফোটা গোলাপে আজ মৃত শবের গন্ধ!
সোনার ধানের সোনালী খাঁচায় বন্দি কৃষক সোনালী আগুনে অঙ্গার,
নিষিদ্ধ নৈবদ্য বাজিয়ে বুঝি চলবে অন্ত্যজের অন্তহীন আরতি !
নুন আন্তে পান্তা ফুরোনোর পুরোনো গল্পেই রাত কাবার,
ধুর শালা, কে শোনায় আবার সোনালী ভোরের কল্পগল্প!
‘মাইডাস টাচ’ বাজেট স্পর্শেও অপাঙতেয় আমি অন্ত্যজ অস্তিত্বে,
অস্তিত্ব বিনাশী পরিচয়ে হয়ে গেছি রাজা মাইডাসের গড়া নিস্প্রান স্বর্ণমূর্তি !

*********
ইংরেজি ফ্রেজ ‘মাইডাস টাচ’ মানে হলো যে স্পর্শে সব কিছু সোনা হয় । গ্রিক মিথলজির রাজা মাইডাস দেবতার বরে যা স্পর্শ করতেন তাই স্বর্ণ হয়ে যেত। একদিন ভুল করে রাজা মাইডাসের স্পর্শে তার একমাত্র মেয়ে প্রাণহীন সোনার মূর্তিতে পরিণত হন । সেই শোকে রাজা মাইডাস মৃত্যুবরণ করেন I

10 thoughts on “মাইডাস টাচ

  1. অনেক দিন পর আপনার লেখা পড়লাম। অসাধরণ।

    ব্লগে আজ দেখলাম অনেকেই পোস্ট দিয়েছেন অথচ কেউ কারু পোস্ট পড়েছেন বলে মনে হলো না। কেননা পাঠক মন্তব্য নাই। যাই হোক আপনার লেখায় শুভকামনা প্রিয় কবি দা।

    1. রিয়াদি,

      হ্যা, অনেক দিন পরে আসা হলো আবার । সেই আসাটা অনেক আনন্দেরও হলো প্রথমে পাওয়া আপনার মন্তব্যে । অনেকগুলো ধন্যবাদ রইলো আমার অকবিতা পড়ার কষ্ট স্বীকার করলেন বলে । 

  2. মাইডাস টাচ বিষয়টি সত্যিকারার্থে বেদনা দায়ক। কবিতায় সুন্দর মানিয়ে গেছে। অভিনন্দন এ্যাণ্ড ওয়েলকাম ব্যাক মি. খন্দকার ইসলাম। :)

    1. আজাদ ভাই,
      অনেক ধন্যবাদ মন্তব্যে । এটা কিন্তু মন ভালো না থাকার কবিতা । দেশে যা হচ্ছে সব মিলিয়ে তা দেখে খুব হতাশ লাগে ।সেই হতাশার থেকে লেখা কবিতা এটা । আমি অপেক্ষা করে আছি -একদিন নিশ্চই সময় আসবে যেদিন আমিও একটা নিস্কলুষ ভালোবাসার কবিতা লিখতে পারবো ! ভালো থাকবেন ।

  3. ক্রমশ বিলীন হবে অবিনাশী দারিদ্র্যের প্রলয় অশ্রুজল। হোক এমনটাই চাই কবি। 

    1. সুমন আহমেদ,
      অনেক ধন্যবাদ মন্তব্যে ।                                                                           হ্যা, কোনো একটা সরকারের জন বান্ধব একটা বাজেটে মানুষের প্রতিদিনের কঠিন জীবনের বেঁচে থাকাটা  একটু সহনশীল হবে, বাজেট মানুষের কষ্ট কমিয়ে দেবে, দেশের ভারসাম্যপূর্ণ উন্নয়নের একটা সুনির্দিষ্ট নির্দেশনা  থাকবে  সেই আশা সব সময়ের ।

  4. অদ্ভুত সুন্দর কবিতা। অভিনন্দন খন্দকার ইসলাম ভাই। ভালোবাসা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. সৌমিত্র দা,
      অনেক অনুপ্রেরণার মন্তব্যে খুবই অনুপ্রাণিত ( হাহাহা । কবিতার শিল্প সংক্রান্ত সব সত্য আলোচনা আজকের মতো চাপাই  থাকুক !)
      অনেক কৃতজ্ঞতা মন্তব্যে ।

  5. ‘মাইডাস টাচ’ বাজেট স্পর্শেও অপাঙতেয় আমি অন্ত্যজ অস্তিত্বে,
    অস্তিত্ব বিনাশী পরিচয়ে হয়ে গেছি রাজা মাইডাসের গড়া নিস্প্রান স্বর্ণমূর্তি ! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  6. শাকিলা তুবা আপা,

    অনেক ধন্যবাদ মন্তব্যে । ভালো থাকবেন । 

মন্তব্য প্রধান বন্ধ আছে।