উর্ধমুখে বয়ে চলা যান্ত্রিক নগরীতে
সবকিছু আজ ছুটে চলে উর্ধে মুখে ,
একই স্বপ্ন রোজ উল্টেপাল্টে দেখি
আর হতাশা মেকি হাসি দিয়ে ঢাঁকি ৷
কিছু স্বপ্ন জানি কভু পুরন হবার না
তবুও এ’মন কখনো বারন শোনেনা ,
খরচাপাতির ফর্দ বড় থেকে হয় বড়
আর স্নায়ুচাপে আমিও জড়োসড়ো ৷
রোজগারও তাই আছে যেমন ছিলো
সাধের প্রেমটাও অন্যের হয়ে গেলো ,
গায়ে আমার জমা মর্ত্যের সব ধুলো
আর সুখের ভাঁজে যন্ত্রণা লুকোনো ৷
ভরসা আর আস্থার এই চেনা শহরে
ডাক পিয়নও ভুলেছে সু-খবর দিতে ,
হাহুতাশ নিয়মিত দুয়ারে কড়া নাড়ে
বাস্তবতাও রোজ’ই চপেটাঘাত করে ৷
সঞ্চয়ের খাতায় শুধুই দীর্ঘশ্বাস জমা
ব্যর্থতা যেনো আজ এক বিষ ফোঁড়া ,
সবল যারা তারাই এসমাজে উর্ধমুখী
আর দূর্বলরা সমাজে মূল্যহীন প্রাণী ৷
বেশ ছন্দময় কবি দা
অনুপ্রাণিত হলাম প্রিয় কবি
এই হচ্ছে আমাদের জীবনের গল্প। গল্প সবার প্রায় সমান সমান। নিত্য সংগ্রাম।
জ্বী জনাব
সঞ্চয়ের খাতায় শুধুই দীর্ঘশ্বাস জমা
ব্যর্থতা যেনো আজ এক বিষ ফোঁড়া ,
সবল যারা তারাই এসমাজে উর্ধমুখী
আর দূর্বলরা সমাজে মূল্যহীন প্রাণী ৷
হাজারো জীবনের বাস্তবতা মুরুব্বী
ভালোবাসায় ভালোবাসায় থাকুন কবি মোস্তাক ভাই।
ধন্যবাদ প্রিয় দাদাভাই
ভাল থাকুন কবি দা।
দোয়া করবেন প্রিয় দিদিভাই
কবিতায় বাস্তবতা।
মধ্যবিত্তের জীবনের বাস্তবতা