জীবনের দৌড় পেটের ক্ষুধায়
সময়ের দৌড় সময়ের সাথে
আমার দৌড় সময় ছুঁতে
সময়ের সাথে কে পেড়েছে দৌড়ে ছুটে?
আমি এক পা এগোই, আমার সাথে এক পা এগোয় সময়
কোথায় এগুচ্ছি?
জীবনের দিকে?
তাই কি?
একটু আয়নায় পেছনের রাস্তাটা দেখি!
ওহ!
কি বিশাল এক সময়ের পথ পাড়ি দিয়ে এসেছি
তবুও এগিয়েই চলেছি, সময়ের সাথে সাথে;
কোথায় যাচ্ছি?
ঐ তো সামনে মৃত্যুর পদধ্বনি
শুনছি ঠিকই, মন বন্ধ করে রেখেছি।
এ এক অনন্য বাস্তবতা কবি জীবন বাবু। চলছি তো চলছিই।
হুম
চলার আর শেষ কবে?
কবিতাটি পড়লাম কবি যাযাবর ভাই।
ধন্যবাদ দাদা
ছোট্ট্ পরিসরে সুন্দর কবিতা।
ধন্যবাদ ভাই
ঠিক বলেছেন … আসলে কে আর পারে। পথের শুভকামনা প্রিয় মি. যাযাবর জীবন।
ধন্যবাদ মুরুব্বী