চলছে লড়াই চলবে
এই যে সেই আমি… এখনও বেশ ঠিকে আছি
এক লড়াই থেকে আরেক লড়াই
এক প্রেক্ষাগৃহ থেকে আরেক প্রেক্ষাপটের বড়াই ….
চলছে…….. তো চলছেই…!!
আমার সাথে আমার লড়াই, জ্বরের সাথে আমার
নিরীহ শরীরের লড়াই
হাঁচির সাথে নাক, মুখ, হাতের আঙুলের লড়াই
এছাড়াও অদৃশ্য বেশ কিছু বালাইয়ের সাথে অদৃশ্য
প্রতিষেধকের সুতীব্র, সুতীক্ষ্ম লড়াই!
এরা সবাই হরহামেশাই আমার উপর খবরদারি করে
অথচ…. কে, কাকে, বুঝাতে যাবে কার পিছে?
যে আমার নিজেরই কোনো খবর জানা নেই
যে আমার আপাদমস্তক বলে তেমন কিছু নেই
সেই আমাকে ঘিরে এতো খবরদারির কি আছে?
তবুও…আমি ভগ্নাংশের চেয়ে বড় বেশি কম নই
লড়াইয়ের নাম করে কেবল কড়াইয়ের খবর লই!!
যে আমার আপাদমস্তক বলে তেমন কিছু নেই
সেই আমাকে ঘিরে এতো খবরদারির কি আছে?
চমৎকার লিখা প্রিয় কবি জসীম ভাই। এক রাশ ভালোবাসা।
অসাধারণ প্রিয় কবি দা। ভালো থাকুন সব সময়ে।
আমি ভগ্নাংশের চেয়ে বড় বেশি কম নই
লড়াইয়ের নাম করে কেবল কড়াইয়ের খবর লই!
এই চলাও কম লড়াইয়ের নয়। কুরুক্ষেত্রও বটে।
লড়াই যখন করতেই হবে লড়াইয়ের সাথে বাস করাই ভালো।